নতুন অর্থবর্ষের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। মঙ্গলবার একধাক্কায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪১ টাকা কমেছে। তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি। এটি অপরিবর্তিতই থাকছে। মঙ্গলবার তেল বিপণনকারী সংস্থা (Oil Marketing Companies) –এর পক্ষ থেকে বাণিজ্যিক এপিজি সিলিন্ডার (Commercial LPG Cylinder) –এর দাম কমানোর ঘোষণা করা হয়েছে। যে সমস্ত ব্যবসা ও শিল্পগুলি বিপুল পরিমাণে জ্বালানির উপর নির্ভরশীল, সেগুলির জন্য এটি একটি বড় স্বস্তির খবর।

ইতিমধ্যেই এই নতুন দাম কার্যকর হয়ে গিয়েছে। এই সাম্প্রতিক হ্রাসের কারণে রাজধানী দিল্লিতে প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়ে দাঁড়িয়েছে ১৭৬২ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলি ১৯ কেজির হয়ে থাকে। প্রসঙ্গত, দিল্লির পাশাপাশি অন্যান্য শহরেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে। মুম্বাইয়ে গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কেনার খরচ ছিল ১৭৫৫.৫০ টাকা। হ্রাসের কারণে এই শহরে বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৭১৪.৫০ টাকা।

কলকাতা শহরে গত মাসে বাণিজ্যিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম ছিল ১৯১৩ টাকা। ১ এপ্রিল থেকে শহরে এই ১৯ কেজি সিলিন্ডার কেনার খরচ পড়বে ১৮৭২ টাকা। চেন্নাইয়েও ১৯৬৫.৫০ টাকা থেকে কমে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে দাঁড়িয়েছে ১৯২৪.৫০ টাকা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, যে সমস্ত ব্যবসাগুলি LPG –এর উপরে নির্ভরশীল, বিশেষ করে হোটেল এবং রেস্তোরাঁগুলির জন্য এই দাম কমার বিষয়টি খুব ইতিবাচক হতে চলেছে। কোম্পানিগুলির খরচে বেশ কিছুটা হ্রাস লক্ষ্যণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় কর এবং পরিবহণের খরচের উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা যায়।বর্তমানে গৃহস্থের ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম রয়েছে ৮২৯.00 টাকা। বেশ কিছু সময় ধরে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে, স্থিতিশীল এলপিজি সিলিন্ডারের দামও মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক। এই বিষয়টি দৈনন্দিন রান্নার চাহিদার জন্য স্থিতিশীল খরচের বিষয়টি নিশ্চিত করে। বাজারের পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে আগামী মাসগুলিতে দামে আরও হ্রাস দেখতে পাওয়া যেতে পারে।


–


–

–

–

–
–

–

–