Saturday, May 3, 2025

গুজরাটে বাজি কারখানায় প্রবল বিস্ফোরণের জেরে অন্তত ভেঙে পড়ল গোটা কারখানা। প্রাথমিকভাবে কারখানার ভাঙা অংশ থেকে পাঁচ জনের দেহ উদ্ধার হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও চারজনের। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বিস্ফোরণের (blast) পরে আগুন লেগে বহু মানুষ কারখানা চত্বরে আটকে পড়েন। সেই সঙ্গে ভাঙা অংশের তলাতেও অনেকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। শিল্পক্ষেত্র এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় কীভাবে বিস্ফোরক নিয়ে বাজি তৈরির অনুমতি দেওয়া হল, তা নিয়ে।

মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ গুজরাটের (Gujarat) বনসকণ্ঠ এলাকার দিশা শিল্পক্ষেত্র কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণের শব্দে। এরপরই সেখানে একটি বাজি (fire cracker) কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরপর সেখানে বিস্ফোরণের শব্দও শোনা যায়। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে কারখানার কর্মীদের বাসস্থান এলাকাতেও। আগুনের কারণে জীবিত কর্মীরা আটকে পড়েন।

বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, যাতে কারখানার ছাদও ভেঙে পড়ে। সেই ভাঙা ছাদের তলায় আটকে পড়েন বহু মানুষ। জানান স্থানীয় জেলাশাসক। বাজি (fire cracker) তৈরির সময়ই বিস্ফোরণ (blast), না কি আগে আগুন লেগে যাওয়ার কারণে বিস্ফোরণ, তা নিয়ে এখনও ধন্দে দমকল বিভাগ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে বিস্ফোরণের আসল কারণ জানা সম্ভব নয় বলে জানানো হয় দমকলের তরফে। ঘটনাস্থল থেকে প্রথমে উদ্ধার হয় পাঁচজনের মৃতদেহ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় চারজনকে। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়, হাসপাতাল সূত্রে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version