ভারতের মাটিতে এশিয়া কাপ খেলতে আসছে পাক হকি দল!

আগামি ২৯ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই হকি প্রতিযোগিতা

ভারতের খেলতে আসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের হকি টিম! আসন্ন এশিয়া কাপে অংশ নিতে ভারতে আসবে পাক দল। ভারত এবং পাকিস্তানের ক্রিকেট দল পরস্পরের দেশে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তানের পুরুষ হকি দল ভারতে আসবে।তবে পাকিস্তান হকি দল অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে এসে এশিয়া কাপ হকিতে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। বিহারের রাজগীরে নতুন তৈরি হওয়া স্টেডিয়ামে আগামী ২৯ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই হকি প্রতিযোগিতা।

চেন্নাইতে ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিল পাকিস্তান। এবারও পাক দলকে ভিসা দিতে প্রস্তুত ভারত। এখানেই ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, পাকিস্তান যদি ভারতে এসে হকি এবং অন্যান্য খেলায় অংশ নিতে পারে, তাহলে ক্রিকেট কেন সম্ভব নয়? হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা জাতীয় দলের প্রাক্তন তারকা দিলীপ তিরকে বিতর্কে না ঢুকে বললেন, ‘‘ভারত ও পাকিস্তান বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও খেলায় মুখোমুখি হোক, সবসময় উত্তেজনা এবং আকর্ষণ থাকবে। অবশ্যই সেই ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। আশা করব, রাজগীরে যখন এশিয়া কাপে খেলবে দু’দল। প্রচুর সমর্থক মাঠে এসে হকি উপভোগ করবে।’’

এশিয়া কাপে ভারত-সহ ছ’টি দল খেলবে। পাকিস্তান ছাড়াও মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও চিন অংশ নেবে প্রতিযোগিতায়। বাকি দুই দল এএইচএফ কাপ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেবে। এশিয়া কাপ হকি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত হবে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।