Wednesday, August 20, 2025

অসম্মানজনকভাবে ভারতীয়দের দেশে ফেরানো! মোদি সরকারের সমালোচনা সংসদীয় স্থায়ী কমিটির

Date:

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের অসম্মানজনকভাবে দেশে ফেরানোর ঘটনায় মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বিদেশ মন্ত্রকের অধীনস্থ এই কমিটি মঙ্গলবার সংসদে একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে দেশের বাইরে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া মানবিকভাবে পরিচালনা করার উপর জোর দেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে, প্রায় ৪০০ জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো হয়, যেখানে তাদের হাতে পায়ে শেকল বাঁধা ছিল। এই অমানবিক আচরণের বিরুদ্ধে বিরোধী শিবির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং মোদি সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে।

কমিটির রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া অবশ্যই মানবিক হওয়া উচিত এবং তাদের আত্মমর্যাদা রক্ষা করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটি বিশেষভাবে বিদেশে বন্দি থাকা ভারতীয়দের মুক্তি এবং তাদের দেশে স্থানান্তরের বিষয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেছে।

এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বিদেশে বন্দি ১০১৫২ জন ভারতীয় নাগরিকের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে হবে এবং তাদের দেশে ফেরানোর সময় তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে হবে।

এ বিষয়ে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এই রিপোর্টে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।

আরও পড়ুন- ওয়াকফ সংশোধনী বিল: কেন্দ্রের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণ চালাবে তৃণমূল সহ বিরোধীরা

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version