রাজস্থানে অ্যাসিড কারখানায় বিষাক্ত গ্যাস লিক! মৃত ১ আশঙ্কাজনক অন্তত ৪০ 

রাজস্থানের (Rajasthan) বেওয়ারে অ্যাসিড কারখানার গ্যাস লিক। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হল মালিকের। কারখানার গুদামে দাঁড় ট্যাঙ্কার থেকেই নাইট্রোজেন গ্যাস লিক (nitrogen gas leak) করে বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ৪০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে ‘সুনীল ট্রেডিং কোম্পানি’র (Sunil Trading Company) গুদামে সোমবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বাতাসে বিষাক্ত গ্যাস মিশে যাওয়ায় এলাকার একাধিক পোষ্য ও পথকুকুরদের মৃত্যু হয়েছে। কারখানার মালিক সুনীল সিং (Sunil Singh) নিজে সারা রাত ধরে গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। ভোররাতে তাঁকে আজমেরের এক হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হয়নি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।