Sunday, January 11, 2026

ওয়াকফ সংশোধনী বিল: কেন্দ্রের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণ চালাবে তৃণমূল সহ বিরোধীরা

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরের তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বুধবার লোকসভায় এই বিলটি পাস করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবিরের দাবি, এই বিলটি অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। প্রধান চ্যালেঞ্জার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে।

সংসদীয় সূত্রের খবর অনুযায়ী, বুধবার মোদি সরকারের পক্ষ থেকে লোকসভায় বিলটি পেশ করা মাত্রই প্রতিবাদে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের খান। তারা আইনগত দৃষ্টিকোণ থেকে দেখিয়ে দেবেন, কিভাবে মোদি সরকার সংখ্যালঘুদের মৌলিক অধিকার খর্ব করতে উদ্যত হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি লোকসভায় ভোটাভুটি হয়, তাহলে দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধেই ভোট দেবেন। ইতিমধ্যেই হুইপ জারি করে সকল সাংসদদের লোকসভায় উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরও এই বিলের বিরুদ্ধে সোচ্চার হবে।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান বলেছেন, ওয়াকফ সাংবিধানিক বিষয় হলেও ওয়াকফ সংশোধনী বিলটি পুরোপুরি অসাংবিধানিক। তৃণমূল কংগ্রেস এই বিলটির তীব্র বিরোধিতা করবে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বৃহষ্পতি এবং শুক্র দুদিন দেশের বাইরে থাকতে পারেন। তিনি ব্যাঙ্ককের বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদি দেশ ছাড়ার আগেই শাসক শিবির ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে, যেটি নিয়ে তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবির প্রতিবাদ জানাচ্ছে।

মঙ্গলবার, লোকসভার বিষয় উপদেষ্টা কমিটি বা বিএসির বৈঠকে শাসক-বিরোধী সংঘাত দেখা দেয়। বৈঠক থেকে ওয়াক আউট করেছে তৃণমূল কংগ্রেসসহ গোটা বিরোধী শিবির, যার পরেই বিরোধী দলের সাংসদরা সরকারের স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা বৈঠক থেকে ওয়াক আউট করতে বাধ্য হয়েছি। মোদি সরকার আমাদের রাজ্যের বকেয়া নিয়ে কোনও আলোচনা চায় না, এপিক কার্ড নিয়েও আলোচনা হয়নি। এখন তারা গায়ের জোরে ওয়াকফ বিল পাস করাতে চায়।”

বুধবার সন্ধ্যায় বিরোধী শিবিরের মধ্যে বৈঠক হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের দুই বর্ষীয়ান সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হকের প্রস্তাবে সিলমোহর দিয়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণ করার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির।

আরও পড়ুন – ভূমিকম্পে মায়ানমারের প্রাণহানি প্রায় আড়াই হাজার! ধ্বংসের ভয়াবহ চিত্র তুলে ধরল ইসরো

_

 

_

 

_

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...