Friday, December 19, 2025

বাংলা বিরোধী বিজেপি, গুজরাটে সাহায্য পাথরপ্রতিমায় নয় কেন, তোপ কুণালের

Date:

Share post:

বিজেপিকে কেন বহিরাগত বলা হয় ফের তার প্রমাণ মিলল। মঙ্গলের সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একটি টুইট ভারতীয় জনতা পার্টির (BJP) পক্ষপাতদুষ্ট আচরণের চেহারাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কয়েক ঘণ্টার ব্যবধানে দু রাজ্যে বাজি বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাথরপ্রতিমার (Patharpratima) বাজি কারখানার বিস্ফোরণ যখন মঙ্গলবার সারাদিন খবরই শিরোনামে থেকেছে তখন কয়েক ঘণ্টার মধ্যেই মোদি রাজ্য গুজরাটের (Narendra Modi State Gujrat ) বনাশকাঁটায় বাজি কারখানায় বিস্ফোরণে একাধিক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির খবর এসেছে। অথচ ‘বাংলা বিরোধী বিজেপি’ আর্থিক সাহায্য -সমবেদনা জানিয়েছে গুজরাটে, বাংলা নিয়ে মুখে কুলুপ কেন? প্রধানমন্ত্রীর একচোখামি আচরণের বিরুদ্ধে তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC ) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিজের রাজ্যের জন্য মোদির শোক, ক্ষতিপূরণও। কিন্তু বঞ্চিত বাংলা। পাথর প্রতিমার বাজি বিস্ফোরণের ঘটনায় ফের প্রমাণিত এই বিজেপি কতটা বাংলাবিরোধী। নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটের বাজি কারখানার দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৫ জনের। আরও বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপতালে। এছাড়া অনেকে চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নীচে। চলছে উদ্ধার কাজ, স্বাভাবিকভাবেই বাড়বে মৃতের সংখ্যা। বাংলার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি কারখানার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজন। অথচ মঙ্গলবার প্রধানমন্ত্রী শুধুমাত্র তাঁর নিজের রাজ্য গুজরাতের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এখানেই প্রশ্ন উঠেছে, বাংলা কি ভারতবর্ষের বাইরে? মোদি কি দেশের প্রধানমন্ত্রী নাকি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী! গুজরাট এবং বাংলার দুটো ঘটনাই মর্মান্তিক। সেখানে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের কারখানার দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা করতে পারলে বাংলা কী দোষ করল? এখানেও সেই বঞ্চনা? বাংলাতেও তো সেই বাজি কারখানা দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের জন্য প্রধানমন্ত্রীর প্রাণ কাঁদল না? অথচ ভোটের সময় তো নিজেকে বাংলার মানুষের কাছের লোক বলে বোঝাতে কোনও খামতি থাকে না! তবে এক্ষেত্রে বিভাজন কেন? এই পক্ষপাতদুষ্ট আচরণ কেন? প্রশ্ন তৃণমুল কংগ্রেসের।

তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ পাল্টা এক্স হ্যান্ডেলেই লিখেছেন, ‘পক্ষপাতদুষ্ট প্রধানমন্ত্রী। গুজরাটে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ-ভরা ট্যুইট ও ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলার বাজি কারখানার দুর্ঘটনায় হতাহতদের কোনও উল্লেখ নেই। এই বিজেপি বাংলাবিরোধী। এই জন্যই এদের বাংলাবিরোধী বলা হয়।’

spot_img

Related articles

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...