Thursday, August 28, 2025

হাওড়াকে দূষণমুক্ত করার উদ্যোগ! জমা জঞ্জাল অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের

Date:

আগামী দিনে কলকাতার জমজ শহর হাওড়াকে সম্পূর্ণ দূষণমুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। আপাতত শহরের জমা জঞ্জাল দ্রুত অপসারণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হাওড়া জেলার প্রশাসন ও পুর দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।

বৈঠকে তিনি বলেন, “প্রয়োজনে অতিরিক্ত গাড়ি ও কর্মী নিয়োগ করে শহরের আবর্জনা দ্রুত সাফ করতে হবে।” মূল ভাগাড়টি শহরের থেকে বেশ দূরে হওয়ায় বর্জ্য ডাম্প করতে সমস্যা হচ্ছে। সেই কারণে হাওড়ার কাছাকাছি নতুন কোন বিকল্প ভাগাড় চিহ্নিত করার নির্দেশও দেন তিনি। মুখ্যসচিব আরও জানান, “যতদিন বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততদিন বর্জ্য কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হবে।”

এছাড়া তিনি সতর্ক করে জানান, “শহরের পরিচ্ছন্নতা নিয়ে কোনওরকম শৈথিল্য বরদাস্ত করা হবে না।” রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শহরের প্রতিটি বাড়ি থেকে নির্ধারিত সময়ে বর্জ্য সংগ্রহ, বর্জ্য ডাম্পারে তোলা এবং নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়া এখন থেকে কঠোর নজরদারির আওতায় থাকবে।

এই উদ্যোগের মাধ্যমে হাওড়া শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন – উৎসবে শান্তি বজায় রাখার দায়িত্ব: লম্বা ছুটি বাতিল পুলিশের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version