Tuesday, May 6, 2025

১২ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৩ রান!হ্যামিল্টনে নতুন বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন পাকিস্তানের সুফিয়ান মুকিম।নিশ্চয়ই ভাবছেন কী রেকর্ড? আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রান করার রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করার ঘটনা কটি? নয় নয় করে সংখ্যাটা ১০ বার। তবে সব কটি ঘটনাই সাম্প্রতিক অতীতের। ক্রিকেটে কারও ১২ নম্বরে ব্যাটিং করতে নামার ঘটনাই তো একসময় কল্পনা করা যায়নি। ছয় বছর আগে, মানে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কারোকে ১২ নম্বরে ব্যাটিং করতে দেখা যায়।

এর আগে অবশ্য ১২ নম্বরে ব্যাট করার কোনও সুযোগই ছিল না আন্তর্জাতিক ক্রিকেটে। ওই বছরের অগাস্টে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড় বদলির নিয়ম চালু করে আইসিসি। এ নিয়মে কোনও খেলোয়াড় মাথায় আঘাত পেলে যদি কনকাশন হয়, তবে একই রকম ভূমিকা পালন করা খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে পারে দলগুলো।

নতুন এই নিয়ম চালুর ৩৩ দিন পরই প্রথম কনকাশন বদলি খেলোয়াড়কে দেখে আন্তর্জাতিক ক্রিকেট। কিংস্টন টেস্টে তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের বিপক্ষে রান তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরার বল ওয়েস্ট ইন্ডিজের ৩ নম্বর ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর হেলমেটে আঘাত করে। এরপর দিনের শেষ আরও দুই বল খেলেই ড্রেসিংরুমে ফিরেছিলেন ব্রাভো। তবে পরের দিন চতুর্থ ওভারের প্রথম বলটি খেলার পর অস্বস্তি বোধ করায় উঠে যান।

ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে জার্মেইন ব্ল্যাকউডকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। আর এ কারণেই ১১ নম্বর থেকে ব্যাটিংক্রমের ১২ নম্বরে চলে যান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলকে শূন্য রানে অপরাজিত রেখেই ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান জ্যাসন হোল্ডার।গ্যাব্রিয়েলের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে নামা পরের পাঁচ ব্যাটসম্যানও কোনও রান করতে পারেননি। তাদের দুজন অপরাজিত থাকলেও আউট হয়ে গিয়েছিলেন তিনজন।১২ নম্বরে নেমে রান পাওয়া প্রথম খেলোয়াড়ের নাম ফজলহক ফারুকি। ২০২৩ সালের মার্চে শারজায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১২ নম্বরে নেমে ১ রানে অপরাজিত থাকেন আফগান পেসার।

তিন মাস পর মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২ নম্বর নেমে আফগানিস্তানের জহির খান এক বাউন্ডারিতে ৪ রান করে অপরাজিত থাকেন। এত দিন এটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। আজ একটি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করে সেই রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সুফিয়ান মুকিম।

রান তাড়ায় উইল ও’রুর্কের বাউন্সার হারিস রউফের হেলমেটে আঘাত হানে। তাৎক্ষণিকভাবেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানি পেসারকে। কনকাশন বদলি হিসেবে নেমে ফিফটি পেয়ে যান নাসিম শাহ। আর তাকে ব্যাটিংক্রমে ওপরে জায়গা দিয়ে ১২ নম্বরে নেমে যাওয়া সুফিয়ান মুকিম পেয়ে গেলেন বিশ্ব রেকর্ডই।এটা ছিল বাঁহাতি  স্পিনার সুফিয়ান মুকিমের দ্বিতীয় ওয়ানডে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার।

 

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version