Thursday, November 13, 2025

হাই কোর্টে অন্ধকার! অভিনব পদ্ধতিতে রায় লিখলেন বিচারপতি ঘোষ

Date:

আদালতের রায়ে কারও জীবনে আসে আলো, আবার কারও জীবনে নামে আঁধার। তবে, বিচারালয়ই যদি আঁধারে ঢাকে তাহলে বিচারের আলো পড়বে কী করে! মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচার চলার সময় আচমকাই অন্ধকারে ডুবে যায় সমগ্র হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে একটি মামলা চলছিল। উপস্থিত আইনজীবীদের বুদ্ধিতে লোডশেডিং সত্ত্বেও আলোয় ভরে ওঠে ঘর। রায় লেখেন বিচারপতি।

ঘড়ির কাঁটায় তখন ১২টা ৪৯ মিনিট। হঠাৎই আঁধারে ঢাকে কলকাতা হাই কোর্টে। শুধু দুয়েকটি এজলাস নয়, সারা হাই কোর্টই (Calcutta High Court) অন্ধকারে ডুবে যায়। যার জেরে বন্ধ হয়ে যায় একাধিক লিফট, এক্সেলেটর। বন্ধ লিফটে মাঝপথে আটকে পড়েন আইনজীবী থেকে  মামলাকারীরা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমকে যায় বিচারপ্রক্রিয়া। আচমকা লোডশেডিংয়ের জেরেই এই বিপর্যয় বলে পরে জানা যায়।।

আদালত সূত্রের খবর, সেই সময় বিচারপতি ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে মামলা চলছিল। আচমকা পুরো ঘর অন্ধকার হয়ে যাওয়ায় হতচকিত হয়ে পড়েন সকলে। কিন্তু এজলাসে হাজির থাকা আইনজীবীদের উপস্থিত বুদ্ধির জেরে আলোকিত হয়ে ওঠে এজলাস। প্রায় ৫০ জন আইনজীবীর মোবাইল ফোনের আলো জ্বেলে দেন।

তে ঝলমল করে ওঠে আদালত কক্ষ। মোবাইল ফোনের সেই আলোতে মামলার রায় লিখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কয়েক মাস আগেও লোডশেডিং-এর জেরে হাই কোর্টের নির্দিষ্ট একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কিন্তু এদিন যা হয়, সেটা নজির বিহীন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version