Saturday, May 3, 2025

বিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ শিলিগুড়ির স্কুল ছাত্রী, উত্তরকন্যার জঙ্গলে দেহের খোঁজ

Date:

কেউই ভাবেননি এমন ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল শিলিগুড়ির স্কুল ছাত্রী।কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেনি নাবালিকা।বাড়ির লোক অনেক খোঁজাখুঁজির পরেও তার হদিশ পায়নি। নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা(minor girl)। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে উত্তরকন্যার পাশের জঙ্গল থেকে মিলল নাবালিকার নিথর দেহ(Siliguri Incident)। অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল নাবালিকা। তারপর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল শিলিগুড়ির ওই স্কুলছাত্রী। এরপরই আচমকাই এক বন্ধুর ফোনে তার মৃত্যু সংবাদ পান পরিবারের সদস্যরা। উত্তরকন্যার  জঙ্গল থেকে উদ্ধার করা হয় নাবালিকা স্কুল ছাত্রীর দেহ। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বছর চোদ্দোর ওই নাবালিকা তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাওয়ার জন্য বেরিয়েছিল তার বন্ধুদের সঙ্গে।অনেকটা সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর আচমকাই নাবালিকার বন্ধুর ফোন আসে পরিবারের কাছে। ফোনে জানানো হয়, ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক।শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে  নাবালিকার দেহে কামড় ও আঁচড়ের দাগ রয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।উত্তরকন্যার সামনের জঙ্গলে নাবালিকার পড়ে থাকার কথা ওই বন্ধু কীভাবে জানল, পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version