Sunday, August 24, 2025

আদালতের রায়ে কারও জীবনে আসে আলো, আবার কারও জীবনে নামে আঁধার। তবে, বিচারালয়ই যদি আঁধারে ঢাকে তাহলে বিচারের আলো পড়বে কী করে! মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচার চলার সময় আচমকাই অন্ধকারে ডুবে যায় সমগ্র হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে একটি মামলা চলছিল। উপস্থিত আইনজীবীদের বুদ্ধিতে লোডশেডিং সত্ত্বেও আলোয় ভরে ওঠে ঘর। রায় লেখেন বিচারপতি।

ঘড়ির কাঁটায় তখন ১২টা ৪৯ মিনিট। হঠাৎই আঁধারে ঢাকে কলকাতা হাই কোর্টে। শুধু দুয়েকটি এজলাস নয়, সারা হাই কোর্টই (Calcutta High Court) অন্ধকারে ডুবে যায়। যার জেরে বন্ধ হয়ে যায় একাধিক লিফট, এক্সেলেটর। বন্ধ লিফটে মাঝপথে আটকে পড়েন আইনজীবী থেকে  মামলাকারীরা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমকে যায় বিচারপ্রক্রিয়া। আচমকা লোডশেডিংয়ের জেরেই এই বিপর্যয় বলে পরে জানা যায়।।

আদালত সূত্রের খবর, সেই সময় বিচারপতি ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে মামলা চলছিল। আচমকা পুরো ঘর অন্ধকার হয়ে যাওয়ায় হতচকিত হয়ে পড়েন সকলে। কিন্তু এজলাসে হাজির থাকা আইনজীবীদের উপস্থিত বুদ্ধির জেরে আলোকিত হয়ে ওঠে এজলাস। প্রায় ৫০ জন আইনজীবীর মোবাইল ফোনের আলো জ্বেলে দেন।

তে ঝলমল করে ওঠে আদালত কক্ষ। মোবাইল ফোনের সেই আলোতে মামলার রায় লিখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কয়েক মাস আগেও লোডশেডিং-এর জেরে হাই কোর্টের নির্দিষ্ট একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কিন্তু এদিন যা হয়, সেটা নজির বিহীন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version