ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ফের কম্পন! ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি (NCS) থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮:৫৭ মিনিটে (IST) আবারও কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫। আফটার শকের জেরেই এমন ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের কম্পনে হতাহতের বিশেষ কোনও খবর নেই। পাশাপাশি মঙ্গলবার ভোররাতে পাকিস্তানেও ভূমিকম্প (Earthquake in Pakistan) হয়েছে বলে খবর মিলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দিন কম তীব্রতা সম্পন্ন একাধিক আফটার শক হবে মায়ানমার-সহ সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রগুলিতে। মঙ্গলবার থাইল্যান্ডের মাটিও কেঁপেছে বলে জানা গেছে। NCS এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

–

–


–


–

–

–

–
–

–
