দলকে কাঠগড়ায় তুলে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ালেন বিজেপি বিধায়ক

উত্তর থেকে দক্ষিণবঙ্গ বিজেপির গৃহযুদ্ধ দিন দিন বেড়েই চলেছে। বিজেপির বাংলা বিরোধী ধ্বংসাত্মক রাজনীতি সহ্য করতে না পেরে এর আগে অনেক নেতা -বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার দলের নীতি ও নেতাদের কাঠগড়ায় তুলে বিজেপির সব সাংগঠনিক পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন কুমারগ্রমের বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ওরাঁও।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পদক কুণাল ঘোষ বলেন, বিজেপির বিধায়করা অনুভব করছেন তারা যে এলাকার মানুষের সঙ্গে চলেন তারা বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছে না। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছেন। বিজেপি বিধায়কদের অধিকাংশই তাদের অসন্তোষ তাদের বিরক্তি এবং বিজেপি সঙ্গে তাদের দূরত্ব তৈরি করার কাজ শুরু করেছে। এই সংখ্যা আরও বাড়বে। বেশ কিছু বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতে তৃণমূলের উন্নয়নের শামিল হয়ে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন, তার আলোচনা চলছে। কাদেরকে নেওয়া হবে, ক’জনকে নেওয়া হবে সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব জানাবে। এদিকে বিজেপি বিধায়কের বিস্ফোরক পোস্টের ফলে জেলায় বিজেপির অন্দরের কঙ্কালসার চেহারাটা একেবারে মানুষের সামনে চলে এল। রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর এক বছরও নেই, তার মধ্যে বিজেপির এই কোন্দল জেলার ভোটাদের মন থেকে তাঁদের কে একেবারে মুছে দেবে এ নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

আরও পড়ুন – অসম্মানজনকভাবে ভারতীয়দের দেশে ফেরানো! মোদি সরকারের সমালোচনা সংসদীয় স্থায়ী কমিটির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_