Friday, August 22, 2025

উৎসবে শান্তি বজায় রাখার দায়িত্ব: লম্বা ছুটি বাতিল পুলিশের

Date:

Share post:

উৎসবের সময় এলেই রাজ্যে বিচ্ছিন্নতাবাদী একগুচ্ছ শক্তি মাথাচাড়া দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে সম্প্রতি। বিরোধী রাজনৈতিক দলগুলি কেউ কাউকে পিছনে ফেলছে না এই দৌড়ে। তবে এপর্যন্ত রাজ্য অশান্তি তৈরির যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করেছে বর্তমান প্রশাসন। তার পিছনে অনেকাংশে কার্যকর রাজ্য পুলিশের (West Bengal Police) পদক্ষেপ। এবার সেই পুলিশের উপরই ফের উৎসবের দায়িত্ব অর্পণ রাজ্য প্রশাসনের।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হল। ৬ এপ্রিল রামনবমী (Ramnavami)। গার্ডেনরিচ-সহ কলকাতার একাধিক এলাকা থেকে বের হবে মিছিল। মিছিল হবে জেলায় জেলায়। শহর থেকে গ্রামে মানুষের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে প্রতিদিন এলাকায় পরিদশর্নে যাচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)। বুধবার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে চিৎপুর এলাকা পরিদর্শনে যান তিনি। বলেন, উৎসব ভালভাবেই সম্পন্ন হবে। উৎসব শান্তিপূর্ণ করতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি ডিজে বক্স বাজানো বা শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সমস্ত নিষেধাজ্ঞা মানার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে।

গোটা রাজ্যে এভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২ এপ্রিল বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশকর্মীদের (West Bengal Police) ছুটি বাতিল করা হয়েছে। একান্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না। রামনবমীর দিন বড় অংশের মানুষ রাস্তায় থাকবেন। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। নজরদারি বাড়ানো হচ্ছে রাজ্য জুড়ে। শুধু তাই নয়, নজরদারি চলছে সোশ্যাল মিডিয়াতেও। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, ওই দিন অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...