Saturday, November 8, 2025

মুম্বই ছাড়ার সিদ্ধান্ত যশস্বীর, গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন

Date:

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর আইপিএলের মঞ্চেও নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। এরপরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।তবে মুম্বইয়ের হয়ে আর খেলতে তাকে খেলতে দেখা যাবে না। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী।মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি ব্যাটার। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে দল পরিবর্তনের জন্য ছাড়পত্র (এনওসি) চেয়েছেন যশস্বী। অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাডদের পথে ভারতের তরুণ তারকাও।

অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকেই মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন যশস্বী। বর্ডার-গাভাসকর সিরিজে সাফল্যের সঙ্গে খেলে ফিরে সম্প্রতি মুম্বই দলের হয়েই রঞ্জি ট্রফির ম্যাচেও নামেন ২২ বছরের তরুণ। জাতীয় দলের খেলা না থাকলে সিনিয়রদেরও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কিন্তু আগামী মরশুম থেকে আর মুম্বইয়ের হয়ে নয়, জয়সওয়ালকে গোয়ার জার্সি পরে খেলতে দেখা যাবে বোর্ডের প্রতিযোগিতায়।

মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘যশস্বী এনওসি চেয়েছে। ব্যক্তিগত কারণেই ও মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’’ উত্তর প্রদেশের ভাদোনি গ্রাম থেকে যশস্বীর মুম্বইয়ে আসার যাত্রাপথে আবেগের সম্পর্ক অনেক গভীর। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড টেন্টে রাত কাটিয়ে কঠিন জীবন সংগ্রামের সঙ্গে যুঝতে হয়েছে তাঁকে। এরপর মেন্টর জ্বালা সিংয়ের হাত ধরে স্বপ্নের উত্থান। স্কুল ক্রিকেটে হ্যারিস শিল্ড থেকে মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক দল হয়ে সিনিয়র দলে সুযোগ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version