Thursday, August 21, 2025

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর আইপিএলের মঞ্চেও নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। এরপরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।তবে মুম্বইয়ের হয়ে আর খেলতে তাকে খেলতে দেখা যাবে না। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী।মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি ব্যাটার। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে দল পরিবর্তনের জন্য ছাড়পত্র (এনওসি) চেয়েছেন যশস্বী। অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাডদের পথে ভারতের তরুণ তারকাও।

অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকেই মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন যশস্বী। বর্ডার-গাভাসকর সিরিজে সাফল্যের সঙ্গে খেলে ফিরে সম্প্রতি মুম্বই দলের হয়েই রঞ্জি ট্রফির ম্যাচেও নামেন ২২ বছরের তরুণ। জাতীয় দলের খেলা না থাকলে সিনিয়রদেরও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কিন্তু আগামী মরশুম থেকে আর মুম্বইয়ের হয়ে নয়, জয়সওয়ালকে গোয়ার জার্সি পরে খেলতে দেখা যাবে বোর্ডের প্রতিযোগিতায়।

মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘যশস্বী এনওসি চেয়েছে। ব্যক্তিগত কারণেই ও মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’’ উত্তর প্রদেশের ভাদোনি গ্রাম থেকে যশস্বীর মুম্বইয়ে আসার যাত্রাপথে আবেগের সম্পর্ক অনেক গভীর। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড টেন্টে রাত কাটিয়ে কঠিন জীবন সংগ্রামের সঙ্গে যুঝতে হয়েছে তাঁকে। এরপর মেন্টর জ্বালা সিংয়ের হাত ধরে স্বপ্নের উত্থান। স্কুল ক্রিকেটে হ্যারিস শিল্ড থেকে মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক দল হয়ে সিনিয়র দলে সুযোগ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version