Wednesday, December 17, 2025

এবার পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজিদের কোন পরামর্শ?

Date:

এবার পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই।কেননা, চলতি আইপিএলে পিচ নিয়ে খুশি নয় অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে সবার প্রথমে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও পিচ নিয়ে খুশি নন। একে একে প্রতিটা দলই আইপিএলে ঘরের মাঠের সুবিধা নিয়ে মুখ খুলছে। অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি হোম অ্যাডভান্টেজ পাননি। পাল্টা ইডেনের পিচ কিউরেটর নিজের মত প্রকাশ করেন। এতে প্রাক্তন ক্রিকেটাররা ঢুকে অনেকে কেকেআরকে ইডেন ছাড়ারও পরামর্শ দেন।

বিসিসিআই এর মতে, মরসুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভাল করে কথা বলে নেওয়া উচিত ছিল দলগুলির। মরসুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়।দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মরসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত।

অন্যদিকে লখনৌ মেন্টর জাহির খান পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর জানিয়েছিলেন, লখনৌতে যে পিচ তৈরি করা হয়েছিল সেটা ঘরের মাঠের শক্তি অনুযায়ী তৈরি করা হয়নি। ম্যাচের ফলে সেটা প্রমাণও পাওয়া গিয়েছে। লখনৌয়ের অভিযোগ নিয়ে এক বোর্ড কর্তা বলেন, লখনৌয়ের বিষয়ে কিছু বলার আগে পিচের চরিত্রটা জানতে হবে। পিচটাই স্লো। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, পুরো টুর্নামেন্টে পিচে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। এটা সব পিচের জন্য প্রযোজ্য।

আর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভাইজ্যাগে নিজেদের প্রথম দুটো ম্যাচের পিচ নিয়ে দিল্লি ক্যাপিটালস খুশি নয়। যদিও প্রকাশ্যে কিছু বলেনি ফ্র্যাঞ্চাইজি।বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি বা প্লেয়ার পিচ নিয়ে কিছু বলতে পারবে না। কিউরেটর পিচ তৈরি করবেন স্পিন ও পেসের মধ্যে ভারসাম্য রেখে।কিন্তু তার পরেও বিভিন্ন মাঠে ঘরের দলের সুবিধা অনুযায়ী পিচ তৈরি হয়। চেন্নাইয়ে সেই ছবি দেখা গিয়েছে। সেই কারণেই হয়তো রাহানে বা জাহির অভিযোগ করেছেন।

 

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version