Friday, August 22, 2025

এবার পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই।কেননা, চলতি আইপিএলে পিচ নিয়ে খুশি নয় অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে সবার প্রথমে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও পিচ নিয়ে খুশি নন। একে একে প্রতিটা দলই আইপিএলে ঘরের মাঠের সুবিধা নিয়ে মুখ খুলছে। অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি হোম অ্যাডভান্টেজ পাননি। পাল্টা ইডেনের পিচ কিউরেটর নিজের মত প্রকাশ করেন। এতে প্রাক্তন ক্রিকেটাররা ঢুকে অনেকে কেকেআরকে ইডেন ছাড়ারও পরামর্শ দেন।

বিসিসিআই এর মতে, মরসুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভাল করে কথা বলে নেওয়া উচিত ছিল দলগুলির। মরসুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়।দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মরসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত।

অন্যদিকে লখনৌ মেন্টর জাহির খান পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর জানিয়েছিলেন, লখনৌতে যে পিচ তৈরি করা হয়েছিল সেটা ঘরের মাঠের শক্তি অনুযায়ী তৈরি করা হয়নি। ম্যাচের ফলে সেটা প্রমাণও পাওয়া গিয়েছে। লখনৌয়ের অভিযোগ নিয়ে এক বোর্ড কর্তা বলেন, লখনৌয়ের বিষয়ে কিছু বলার আগে পিচের চরিত্রটা জানতে হবে। পিচটাই স্লো। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, পুরো টুর্নামেন্টে পিচে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। এটা সব পিচের জন্য প্রযোজ্য।

আর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভাইজ্যাগে নিজেদের প্রথম দুটো ম্যাচের পিচ নিয়ে দিল্লি ক্যাপিটালস খুশি নয়। যদিও প্রকাশ্যে কিছু বলেনি ফ্র্যাঞ্চাইজি।বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি বা প্লেয়ার পিচ নিয়ে কিছু বলতে পারবে না। কিউরেটর পিচ তৈরি করবেন স্পিন ও পেসের মধ্যে ভারসাম্য রেখে।কিন্তু তার পরেও বিভিন্ন মাঠে ঘরের দলের সুবিধা অনুযায়ী পিচ তৈরি হয়। চেন্নাইয়ে সেই ছবি দেখা গিয়েছে। সেই কারণেই হয়তো রাহানে বা জাহির অভিযোগ করেছেন।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version