Thursday, December 25, 2025

পিচ বিতর্কের মাঝেই বৃহস্পতিবার ইডেনে হায়দরাবাদের মুখোমুখি কেকেআর

Date:

Share post:

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের মুখোমুখি হায়দরাবাদ।দুই দলই তিনটি ম্যাচ খেলে দু’টি হেরেছে।  হায়দরাবাদ জয়ে ফিরতে মরিয়া।যার নিট ফল, ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জ অজিঙ্ক রাহানেদের। হারের ধাক্কা কাটিয়ে ওঠার পাশাপাশি পিচ বিতর্কও সরিয়ে রাখতে হবে কলকাতাকে। ঘরের মাঠে ঘূর্ণি পিচ চেয়েছিলেন অধিনায়ক রাহানে। পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পিচ তিনি বদলাবেন না। ফলে হায়দরাবাদ ম্যাচে সকলের নজর থাকবে ইডেনের পিচের দিকেও।

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে সহজেই হার মেনেছে কেকেআর। রাহানে ও সুনীল নারাইন ছাড়া কারও ব্যাটে রান ছিল না। বোলারেরাও কিছু করতে পারেননি। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যদিও দাপট দেখিয়েছেন বোলারেরা। সেখানকার ঘূর্ণি উইকেটে বরুণ চক্রবর্তী ও মইন আলিকে সামলাতে পারেনি রাজস্থান। পরে রান তাড়া করতে নেমে ৯৭ রানের ইনিংস খেলেছেন কুইন্টন ডি’কক। তৃতীয় ম্যাচে ওয়াংখেড়েতে কেকেআরকে ছেলেখেলা করে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

কেকেআরে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা বেঙ্কটেশ আয়ারের ব্যাটে রান নেই। ব্যর্থ রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংরা। রাহানে, নারাইন, ডি’কক রান করলেও ধারাবাহিকতা দেখাতে পারেননি। সেই কারণে বোলারদের কিছু করার থাকছে না। রাহানেদের প্রতিপক্ষের আবার ব্যাটিংই শক্তি। অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ঈশান কিশন কী করতে পারেন তা হায়দরাবাদের প্রথম ম্যাচেই দেখা গিয়েছে। তা ছাড়া হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডিও দলে রয়েছেন। তরুণ অনিকেত বর্মা আগের ম্যাচে নজর কেড়েছেন। এই ব্যাটারদের মধ্যে দু’তিন জন দাঁড়িয়ে গেলে কিন্তু সমস্যা হবে কেকেআরের। হায়দরাবাদ আগের দু’ম্যাচে বড় রান করতে পারেননি। তাই অভিষেক, হেড, ঈশানেরা মরিয়া থাকবেন। গত বার এই কেকেআরের কাছেই ফাইনালে হারতে হয়েছিল হায়দরাবাদকে।

গত বার চ্যাম্পিয়ন হওয়ায় এ বার বাড়তি চাপ রয়েছে কলকাতার। আগের ম্যাচে মুম্বইয়ের কাছে হারের ধাক্কা কাটিয়েও নামতে হবে রাহানেদের।  দায়িত্ব নিতে হবে দলের সিনিয়র ক্রিকেটারদের। ইডেনের পিচ ব্যাটিং সহায়ক। গত বার অনেক ম্যাচে ২০০-র বেশি রান হয়েছে। কলকাতার বিরুদ্ধে ২৬২ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব। এ বারও প্রথম ম্যাচে পিচ দেখে মনে হয়েছে, তাতে ব্যাটারদের জন্য কোনও জুজু নেই। সেই কারণেই ম্যাচ শেষে রাহানে আর্জি জানিয়েছিলেন, স্পিন সহায়ক পিচ করার। সেই আবেদনে সাড়া দেননি ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়। সেই ঘটনা নিয়ে বিতর্কও হয়েছে। তবে বৃহস্পতিবারও ব্যাটিং সহায়ক উইকেটই পাওয়া যাবে। সেই উইকেটে হায়দরাবাদকে আটকানো কঠিন।

 

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...