ভার্মাকাণ্ডের প্রভাব? এবার নিজেদের সম্পদের তথ্য ঘোষণা করবেন শীর্ষ আদালতের বিচারপতিরা

এবার থেকে নিজেদের সম্পদের তথ্য ঘোষণা করবেন শীর্ষ আদালতের বিচারপতিরা। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবন থেকে কয়েক কোটি অর্ধদগ্ধ নোট উদ্ধারের পর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সব বিচারপতি সম্মত হয়েছেন যে তাঁরা তাঁদের সম্পদ প্রকাশ্যে ঘোষণা করবেন।

সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে হঠাৎ আগুন লাগার পর নগদ অর্থ আবিষ্কারের তথ্য প্রকাশ্যে আসে। সেই ঘটনার প্রেক্ষিতে বিচারবিভাগের স্বচ্ছতা ও জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে সম্পত্তি ঘোষণার পদক্ষেপটি নেওয়া হয়েছে। ১ এপ্রিল অনুষ্ঠিত একটি পূর্ণাঙ্গ কোর্ট-বৈঠকে শীর্ষ আদালতের বিচারপতিরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে তাঁরা নিজেদের সম্পদের ঘোষণা ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে প্রকাশ করবেন। সম্পদ ঘোষণাগুলি প্রকাশের সুনির্দিষ্ট পদ্ধতি পরবর্তীতে চূড়ান্ত করা হবে।বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিজেদের সম্পদের ঘোষণা জমা দিতে হয়। তবে সেই ঘোষণা জনসমক্ষে প্রকাশ করা হয় না। ১৯৯৭ সালে সুপ্রিম কোর্টের একটি পূর্ণাঙ্গ কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল যে বিচারপতিরা তাঁদের সম্পদের তথ্য প্রধান বিচারপতিকে জানাবেন। তৎকালীন প্রধান বিচারপতি জেএস ভার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সুপ্রিম কোর্ট সেই প্রস্তাব গ্রহণ করে। বলা হয়েছিল, প্রত্যেক বিচারপতিকে তাঁদের নামে, তাঁদের জীবনসঙ্গীর নামে বা তাঁদের উপর নির্ভরশীল যে কোনও ব্যক্তির নামে থাকা সমস্ত স্থাবর সম্পত্তি বা বিনিয়োগের ঘোষণা প্রধান বিচারপতির কাছে করতে হবে। ২০১৯ সালের একটি রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল যে বিচারপতিদের ব্যক্তিগত সম্পদ ও দায়বদ্ধতা “ব্যক্তিগত তথ্য” নয়।

আরও পড়ুন- গোর্খাদের নিয়ে ফের রাজনৈতিক ষড়যন্ত্র! রাজ্যের প্রতিনিধি ছাড়াই বৈঠক দিল্লিতে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_