Saturday, August 23, 2025

মধ্যরাতে লোকসভায় মনিপুরে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন  

Date:

Share post:

উত্তর পূর্বের অশান্ত রাজ্যকে শান্ত করতে না পারায় আগেই ইস্তফা দিতে হয়েছিল মনিপুরের মুখ্যমন্ত্রীকে। ফেব্রুয়ারি থেকেই সে রাজ্যে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন (President’s rule in Manipur)। এবার সরকার বনাম বিরোধী পক্ষের আলোচনা বাদানুবাদের পর অবশেষে লোকসভাতেও (Loksabha) মিললো অনুমোদন। বুধবার গভীর রাতে, মনিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সংবিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে লোকসভায়। সেখানে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনুমোদন করার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে বিস্তারিত আলোচনার মাঝেই বুধবার মধ্যরাতে সংসদে মনিপুর প্রসঙ্গ উঠে। কংগ্রেসের সাংসদ শশী থারুর জানান, সাংবিধানিক প্রয়োজনীয়তার কারণেই এই নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh) প্রশ্ন তোলেন, উত্তর পূর্বের রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারার দায় না নিয়ে কেন রাষ্ট্রপতি শাসনেই বিকল্প খোঁজার চেষ্টা করছে কেন্দ্র? যেভাবে মোদি- শাহদের একাধিক বক্তৃতায় খুব সতর্কভাবে মনিপুর প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা হয় তা নিয়েও সরব হন যাদবপুরের সাংসদ। প্রায় দু’বছর ধরে মেতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মনিপুর (Manipur)। এই নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন সিংকে (Biren Singh)। চাপের মুখে পড়ে ফেব্রুয়ারি মাসে তিনি ইস্তফা দিতে বাধ্য হন। এরপর গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বুধবার অনুমোদনের সিলমোহর দিলে লোকসভা।

 

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...