Wednesday, December 17, 2025

মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন।এর মধ্যেই হঠাৎ করে সূর্যকুমারকে নিয়ে এমন একটি খবর সামনে এসেছে, যা সবাইকে চমকে দিয়েছে। শোনা যাচ্ছ, সূর্যকুমার যাদব মুম্বই ছাড়তে পারেন। তবে এই দলটি মুম্বই ইন্ডিয়ান্স নয়, মুম্বই ক্রিকেট টিম।আইপিএল ছাড়াও আগামী ঘরোয়া মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে কয়েকটি দল। তাদের মধ্যে একটি হল গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন, যারা নতুন মরশুমের জন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে ব্যস্ত। গোয়া ক্রিকেট দল আগামী রঞ্জি ট্রফি মরশুমের জন্য এলিট গ্রুপে পৌঁছতে চাইছে। এমন পরিস্থিতিতে, গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন শক্তিশালী একটি দল তৈরি করতে চাইছে। তার জন্য দক্ষ, অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

জানা গিয়েছে, গোয়া অ্যাসোসিয়েশন এই বিষয়ে মুম্বই ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনা চলছে বলে খবর। শুধু সূর্যকুমারই নয়, মুম্বই ইন্ডিয়ান্সে তার সতীর্থ এবং ঘরোয়া সার্কিটে হায়দরাবাদ ক্রিকেট দলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গেও যোগাযোগ করেছেন গোয়ার ক্রিকেট কর্তারা। এই দুই খেলোয়াড় কি গোয়ায় যোগ দেবেন? তা আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে।

গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সেক্রেটারি শম্ভা দেশাই জানিয়েছেন, জিসিএ (GCA) দেশের বিভিন্ন রাজ্যের দলের সঙ্গে যুক্ত অনেক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে। যশস্বী জয়সওয়ালের গোয়া যাওয়ার খবরের পরই এই সমস্ত তথ্য সামনে এসেছে। বুধবার যশস্বী জয়সওয়ালের গোয়াতে যোগ দেওয়ার চাঞ্চল্যকর খবরে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। জানা গিয়েছে, যশস্বী জয়সওয়াল মুম্বই ক্রিকেট দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং গোয়াতে যোগ দিতে চান। জয়সওয়াল এর জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন জানিয়েছেন।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version