Monday, November 3, 2025

কেন্দ্রীয় বঞ্চনার শিকার চার বছরের বিস্ময় দাবাড়ু অনীশ! সরব ঋতব্রত

Date:

Share post:

ক্রীড়া ক্ষেত্রে সাফল্য পেলে তাঁর পাশে দাঁড়াবে কেন্দ্রের সরকার? মোদি সরকারের কাছে এই প্রশ্ন করলে কার্যত কোনও উত্তর যে থাকে না তা স্পষ্ট তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে। কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক (Ministry of Sports) নিজেদেরই তৈরি করা সংগঠনের মধ্যে দায় ঠেলাঠেলি করে আদতে যে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বিষয়টাই এড়িয়ে যায়, বিশেষত বাংলার ক্ষেত্রে, তা স্পষ্ট খুদে দাবাড়ু অনীশ সরকার (Anish Sarkar)। তৃণমূল রাজ্যসভার সাংসদের প্রশ্নের উত্তরে উঠে এলো ক্রীড়া মন্ত্রকের সেই মনোভাবই।

বাংলার দাবাড়ু মাত্র চার বছর বয়সে ফাইড (Fide) ব়্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। যা গোটা বিশ্বের কাছে বিস্ময়। আন্তর্জাতিক চেজ ফেডারেশন তাঁকে স্বীকৃতি দিয়েছে। এরপরই ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বড়াই করা মোদির সরকারের কাছে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) অনীশের পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন করেন।

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জানান অনীশ সরকারের কৃতিত্ব সম্পর্কে তিনি জানেন। ফাইড (Fide) ব়্যাঙ্কিং পাওয়া এই খুদে বিস্ময় দাবাড়ুর স্বীকৃতির কথাও জানে ক্রীড়া মন্ত্রক। কিন্তু বাংলার এই কৃতি সন্তানকে কী স্বীকৃতি ক্রীড়া মন্ত্রকের। প্রশ্নের উত্তরে গোল গোল কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রক, জানান ঋতব্রত। তিনি জানান, এর থেকেই বোঝা যাচ্ছে অনীশকে নিয়ে কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

সেখানেই ঋতব্রত (Ritabrata Banerjee) প্রশ্ন তোলেন, অনীশ সরকার (Anish Sarkar) বাঙালি বলেই কী কোনও পরিকল্পনা নেই? অনীশ সরকার বাংলার না হয়ে কোনও অন্য রাজ্যের হলে কী কেন্দ্রের সরকার পরিকল্পনা করতেন? চার বছরের ছোট্ট ছেলে ফাইড রেটিং অর্জন করেছে, এটা একটা গর্বের বিষয়। অথচ কেন্দ্রীয় সরকারের প্রশ্নের উত্তর দেখে বোঝা যাচ্ছে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও ধরনের পরিকল্পনা নেই।

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...