Monday, November 10, 2025

কেন্দ্রীয় বঞ্চনার শিকার চার বছরের বিস্ময় দাবাড়ু অনীশ! সরব ঋতব্রত

Date:

ক্রীড়া ক্ষেত্রে সাফল্য পেলে তাঁর পাশে দাঁড়াবে কেন্দ্রের সরকার? মোদি সরকারের কাছে এই প্রশ্ন করলে কার্যত কোনও উত্তর যে থাকে না তা স্পষ্ট তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে। কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক (Ministry of Sports) নিজেদেরই তৈরি করা সংগঠনের মধ্যে দায় ঠেলাঠেলি করে আদতে যে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বিষয়টাই এড়িয়ে যায়, বিশেষত বাংলার ক্ষেত্রে, তা স্পষ্ট খুদে দাবাড়ু অনীশ সরকার (Anish Sarkar)। তৃণমূল রাজ্যসভার সাংসদের প্রশ্নের উত্তরে উঠে এলো ক্রীড়া মন্ত্রকের সেই মনোভাবই।

বাংলার দাবাড়ু মাত্র চার বছর বয়সে ফাইড (Fide) ব়্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। যা গোটা বিশ্বের কাছে বিস্ময়। আন্তর্জাতিক চেজ ফেডারেশন তাঁকে স্বীকৃতি দিয়েছে। এরপরই ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বড়াই করা মোদির সরকারের কাছে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) অনীশের পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন করেন।

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জানান অনীশ সরকারের কৃতিত্ব সম্পর্কে তিনি জানেন। ফাইড (Fide) ব়্যাঙ্কিং পাওয়া এই খুদে বিস্ময় দাবাড়ুর স্বীকৃতির কথাও জানে ক্রীড়া মন্ত্রক। কিন্তু বাংলার এই কৃতি সন্তানকে কী স্বীকৃতি ক্রীড়া মন্ত্রকের। প্রশ্নের উত্তরে গোল গোল কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রক, জানান ঋতব্রত। তিনি জানান, এর থেকেই বোঝা যাচ্ছে অনীশকে নিয়ে কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

সেখানেই ঋতব্রত (Ritabrata Banerjee) প্রশ্ন তোলেন, অনীশ সরকার (Anish Sarkar) বাঙালি বলেই কী কোনও পরিকল্পনা নেই? অনীশ সরকার বাংলার না হয়ে কোনও অন্য রাজ্যের হলে কী কেন্দ্রের সরকার পরিকল্পনা করতেন? চার বছরের ছোট্ট ছেলে ফাইড রেটিং অর্জন করেছে, এটা একটা গর্বের বিষয়। অথচ কেন্দ্রীয় সরকারের প্রশ্নের উত্তর দেখে বোঝা যাচ্ছে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও ধরনের পরিকল্পনা নেই।

Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version