চিকিৎসার জন্য আর রাজ্যের বাইরে না: প্রতিশ্রুতি বেসরকারি হাসপাতাল সংগঠনের

পিএনএইচওএ-র (PNHOA) তরফে। এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনে

স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থেকে প্রসূতিদের জন্য হাসপাতালের কাছে থাকার ব্যবস্থা করে চিকিৎসা ব্যবস্থাকেই আমূল বদলে দিয়েছেন। সেই সঙ্গে বেসরকারি চিকিৎসাক্ষেত্রগুলির যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ গুরুত্ব রয়েছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার বলেছেন। এবার সেই উদ্যোগে এগিয়ে আসার বার্তা দিলেন প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন (PNHOA)।

শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘স্বাস্থ্য পরিষেবায় আমরাও’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পিএনএইচওএ-র (PNHOA) তরফে। এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনা। জানানো হয়, মূল লক্ষ্য ২০২৬ সালের মধ্যে একটি সমন্বিত এবং আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য তাদের জেলা বা রাজ্যের বাইরে যেতে না হয়।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় শনিবার। উপস্থিত ছিলেন জুলফিকার মন্ডল, জাহিরুল ইসলাম, শেখ সৈয়দ আশরাফ হোসেন, তাহের শেখ, আব্বাস উদ্দিন, শেখ আব্দুল্লাহ, মলয় পিট, পঙ্কজ মুখার্জী, সঞ্জয় শর্মা ও তাপস কুমার ঘোষ।