Monday, August 25, 2025

রামনবমীতে কলকাতায় ৫৯টি মিছিল! রাজ্যজুড়ে বিশেষ দায়িত্বে ২৯ IPS, চলবে ড্রোনে নজরদারি

Date:

সুষ্ঠুভাবে রামনবমী পালনে তৎপর প্রশাসন। কলকাতা ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ৫৯টি মিছিল বেরোবে বলে জানা গিয়েছে। অনুমতি ছাড়া কোথাও রামনবমীর মিছিল (Rally) যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। রবিবার, রাজ্যজুড়ে এলাকাভিত্তিক নজরদারি চালাতে ২৯ জন IPS অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ড্রোনে নজরদারি চালাবে পুলিশ (Police)। বেআইনি মিছিল করলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।

রামনবমীর আগে থেকেই জেলায় জেলায় পুলিশের টহল এবং নাকা চেকিং চলছে। হাওড়া রুরাল, চন্দননগর, ব্যারাকপুর, আসানসোল, মালদহ, শিলিগুড়ি, কোচবিহার, ইসলামপুর-সহ বিভিন্ন এলাকায় ২৯ জন আইপিএসকে ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট দিয়ে উস্কানি দেওয়ার হতে পারে। এ বিষয়ে আগেই সতর্ক করেছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। একইসঙ্গেই তাঁদের আবেদন, কোথাও কোনও অশান্তির খবর পেলে সঙ্গে সঙ্গে থানায় জানান।

জেলা শহরগুলির পাশাপাশি রামনবমীর আগে শনিবার সকাল থেকে কলকাতা শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)। বড়বাজার, পার্কসার্কাস, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, কাশীপুর-সহ বিভিন্ন এলাকার সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রামনবমীতে শহরে একাধিক ছোট-বড় মিছিল রয়েছে। সেই মিছিলগুলি যাতে নির্ধারিত রুটেই হয়, তা আরও একবার মনে করিয়ে দেন নগরপাল। মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেদিকেও জোর দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শোভাযাত্রায় অস্ত্রের ব্যবহার নিয়ে হাইকোর্ট কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। কলকাতা পুলিশও সেই গাইডলাইন অনুসরণ করবে। প্রতিটি থানা ও ডিভিশনের ডিআরও, ব্যাটেলিয়নকে প্রস্তুত থাকতে লালবাজারের তরফে জারি করা নির্দেশিকায় জারি করা হয়েছে।

পুলিশ (Police) সূত্রে খবর, কলকাতার উত্তর থেকে শুরু করে দক্ষিণ, মধ্য সব জায়গায় রামনবমীর মিছিল বেরবে। নিরাপত্তা রক্ষায় প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশ, মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের শরীরে ‘প্রোটেকটিভ গিয়ার’ রাখতে হবে। আকাশপথে ড্রোনের মাধ্যমে মিছিলগুলির উপর নজর করা হবে। মিছিলের সমনে ও পিছনে হাঁটবে পুলিশ। থাকবে পুলিশের গাড়ি। মিছিল যাওয়ার রাস্তাগুলির আশপাশের রাস্তাতেও থাকবে পুলিশের টহল।

রামনবমীর দিন মিছিল করা নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি হাওড়ায় দুটি সংগঠনের শোভাযাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দেন। সেখানে মিছিল করার বেশ কিছু শর্ত দিয়েছে হাইকোর্ট। সেই শর্ত মেনেই যাতে মিছিল হয় সেদিকে কড়া নজর পুলিশ প্রশাসনের।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version