Tuesday, November 4, 2025

অনিশ্চিত ভবিষ্যৎ-নিকটজনের কৌতুহল: মনোবিদের দ্বারস্থ নাজেহাল চাকরিহারারা

Date:

“থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যায়ার সে লাগতা হ্যায়”- বিখ্যাত হিন্দি সিনেমার এই ডায়লগ এখন নির্মম সত্যি চাকরিহারাদের ক্ষেত্রে। অনিশ্চিত ভবিষ্যতের থেকেও আশপাশের মানুষের আলগা সহানুভূতি আর অযাচিত পরামর্শেই নাজেহাল তাঁরা। সঙ্গে রয়েছে অবিশ্বাসী নজরও। সুপ্রিম (Supreme Court) নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। তাঁদের মধ্যে এমন দম্পতিও রয়েছেন, যাঁরা একই সঙ্গে চাকরিহারা। স্বাভাবিকভাবেই চূড়ান্ত অনিশ্চয়তা ঘিরে ধরেছে তাঁদের। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে নিজেদের ঠিক রাখতে, মনোবিদের দ্বারস্থ হয়েছেন দুই স্কুলের শিক্ষক-শিক্ষিকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সে খবর পোস্ট করে জানান মনোবিদ রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharjee)।

বীরভূমের দুই স্কুলে ভূগোল পড়াতেন অর্ণব যশ ও তাঁর স্ত্রী চন্দ্রাণী দত্ত। দুজনেই একই দিনে চাকরি হারিয়েছেন। এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ছে অর্ণবের মা মঞ্জুলা যশের। ফলে পুরো বিষয় নিয়ে পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনদের কৌতুহল অযাচিত উপদেশ এবং তির্যক মন্তব্য সহ্য করতে হচ্ছে। দম্পতিকে এমন কী মায়ের মৃত্যুর জন্যও এই খবর দায়ী বলে কথা শোনানো হচ্ছে অর্ণবকে। এরকম উদাহরণ আরও রয়েছে।

আর তার প্রমাণ মিলল মনোবিদের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে। রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharjee) লেখেন, তাঁর কাছে পরামর্শের জন্য এসেছিলেন এক চাকরিহারা দম্পতি। তাঁদের ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তারপরেও তাঁরা আত্মঘাতী হতে চান! চাকরি হারানোর কষ্ট বা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা থেকেও বেশি কাজ করছে সামাজিক সম্মানহানি। অপমানবোধ। আশপাশের মানুষের কৌতুহল বিভিন্ন ধরনের কথা। মনোবিদের পরামর্শ, এভাবে আঘাত নয় প্রকৃত অর্থে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। চাকরিহারাদের অবসাদে না ভুগে ঘুরে দাঁড়ানোর পরামর্শ সকলের।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version