Thursday, August 21, 2025

কর্নাটকের বাসে সন্তানদের বেঁধে মহিলাকে গণধর্ষণ! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

Date:

বাসে দুই সন্তানকে বেঁধে রেখে মহিলাকে গণধর্ষণ! থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে টাকার বিনিময়ে মিটমাটের প্রস্তাব কর্নাটকের (Karnataka) দাভানাগিরিতে। চূড়ান্ত হেনস্থার শিকার নির্যাতিতা। চাপে পড়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কর্নাটকের (Karnataka) হরপানাহাল্লি এলাকায় দুই সন্তানকে নিয়ে একটি মন্দিরে গিয়েছিলেন ওই মহিলা। ফেরার পথে একটি ফাঁকা বাসে (Bus) ওঠেন তিনি সেখানে তখন অল্প সংখ্যক যাত্রী ছিলেন। কিছুদূর পর তাঁরাও নেমে যান।অভিযোগ, এরপর রুট বদলে ছান্নাপুরার কাছে নির্জন জায়গায় বাসটি দাঁড় করায় চালক। সন্তানদের বেঁধে ফেলে তাদের সামনেই মহিলাকে ধর্ষণ করে বাসচালক (Bus Driver) প্রকাশ মাদিভালারা, কন্ডাক্টর সুরেশ ও খালাসি রাজাশেখর। মহিলার আর্তনাদে ওই এলাকায় কৃষি কাজে ব্যস্ত কৃষকরা ছুটে আসেন। তাঁরাই ওই তিনজনকে ধরে ফেলেন। তাদের আরাশিকারে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, আরাশিকারে থানায় নির্যাতিতাকে একটি সাদা কাগজে সই করিয়ে নেয় পুলিশ। ২ হাজার টাকা হাতে দেওয়া হয়। কোনও মামলা না করে টাকা দিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পিছিয়ে আসেননি নির্যাতিতা। দলিত নেতা শ্রীহরি বাবুর সাহায্যে ফের থানায় যান। চাপের মুখে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মহিলার বয়ানও নেওয়া হয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version