ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান।বায়ুসেনার আরও এক আধিকারিকের মৃত্যু হল বিমান দুর্ঘটনায়। এপ্রিলের শুরুতেই বায়ুসেনার যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে পড়েছিল গুজরাটের জামনগরে। মৃত্যু হয়েছিল পাইলট সিদ্ধার্থ যাদবের। সেই ঘটনায় তিন দিনও কাটেনি,উত্তরপ্রদেশের আগরায় ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান।বায়ুসেনার স্কাই ডাইভিং-এর প্রশিক্ষণ চলছিল শনিবার। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।আসলে প্রশিক্ষণের সময় প্যারাশুট খোলেনি। আকাশ থেকে নীচে আছড়ে পড়ে গুরুতর জখম হন প্যারা জাম্প প্রশিক্ষক রাজকুমার তিওয়ারি।দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হযনি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্যারা জাম্পিংয়ের প্রশিক্ষণ চলছিল। কী ভাবে হেলিকপ্টার থেকে প্যারাজাম্প করতে হয় তারই প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজকুমার। হেলিকপ্টার থেকে নিয়ম মতো লাফ দেন তিনি। কিন্তু সময়মতো প্যারাশুট(parachute ) খোলে নি। কয়েকশো ফুট উপর থেকে নীচে আছড়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।বায়ুসেনার ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভিং দলের প্রশিক্ষক ছিলেন রাজকুমার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বায়ুসেনা দফতরে।
–
–
–
–
–
–
–
–
–
–
