Thursday, August 28, 2025
উৎপল সিনহা

এইমাত্র হেমলক পান করে এলেন , আবার চললেন হেমলক পান করতে …খালাসিটোলা শাসন করা এই আশ্চর্য মানুষটি কে ? ইনি আর কেউ নন , এক এবং অদ্বিতীয় কমলকুমার মজুমদার । মধ্যরাতে কলকাতা শাসন করা চার বোহেমিয়ান যুবকের এবং আরও অনেক কবি ও শিল্পীর গুরু এই কমলকুমার । বাংলা আধুনিক কবিতার পত্রিকা কৃত্তিবাস-এর অন্যতম জনক সুনীল গঙ্গোপাধ্যায় লেখেন , কমলকুমার তাঁর শিষ্যদের ওয়েলিংটনের মোড়ে হেমলক পান করতে শেখান । ” Kamalkumar knows all the arts” , বলেছিলেন সত্যজিৎ রায় ।

সাহিত্য , সিনেমা , নাটক কিংবা ভাস্কর্য , কমলকুমার মজুমদারের অসামান্য পরীক্ষা-নিরীক্ষার শিল্প ছিল সর্বগ্রাসী ও সর্বব্যাপী । তবে এতসবের পরেও তিনি কোথাও যেন থেকে যেতেন সকলের ধরাছোঁয়ার বাইরে এক নির্লিপ্ত সন্ন্যাসীর মতো ।

উইট , হিউমার , শানিত ব্যঙ্গ আর তির্যক বাক্যবন্ধ নিয়ে হাজার ইন্টেলেকচুয়ালদের ভিড়েও স্বতন্ত্র কমলকুমার ।তাঁর গদ্যশৈলী প্রকৃতই দলছুট । কেউ বলে দুরুহ , কেউ বলে দুষ্পাঠ্য , কেউ বলে দুর্বোধ্য । আবার কেউ বা বলেন তিনি লেখকদের লেখক ।

” আলো ক্রমে আসিতেছে । এ নভোমন্ডল মুক্তোফলের ছায়াবৎ হিম নীলাভ । আর অল্পকাল গত হইলে রক্তিমতা প্রভাব বিস্তার করিবে , পুনর্বার আমরা , প্রাকৃতজনেরা , পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব । ক্রমে আলো আসিতেছে । ” এইরকম কয়েকটি বাক্যবন্ধ ব্যবহার করে একটি উপন্যাস শুরু করার কথা কে কবে ভাবতে পেরেছেন ?

আলো আসছে নয় , আলো আসবে নয় , আলো এসে গেছে নয় , এমনকি অন্ধকার ক্রমে কেটে যাচ্ছে নয় , উনি লিখছেন , ” আলো ক্রমে আসিতেছে “, অর্থাৎ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আলো । প্রথমেই কারোর মনে হতে পারে আলো কমে আসছে । কিন্তু তা তো নয় , ” ক্রমে ” আসছে । অমোঘ বাক্যবন্ধ । ( অন্তর্জলী যাত্রা )

কমলকুমার স্কুলে তো নয়ই , কোথাও মন বসাতে পারতেন না শৈশবে । কিছুটা বড়ো হয়ে ওঠার পরেও তাঁর এই ‘ হেথা নয় , হেথা নয় ‘ ভাব কাটে নি। কখনও সেতার শিখছেন , কখনও আঁকা , কখনও কাঠ খোদাই করে ছবি তৈরি করছেন , ফরাসি ভাষা শিখছেন , আবার কখনও সংস্কৃত ভাষা নিয়ে নিমগ্ন । তাঁর তুল্য প্রজ্ঞা সেকালে কেন , একালেও প্রায় দুর্লভ ।

কমলকুমার ছিলেন প্রকৃতই এক স্বয়ংসম্পূর্ণ শিল্পী । মদ্যপ , ঠোঁটকাটা , বাউন্ডুলে , নাকউঁচু ইত্যাদি বিশেষণে তথাকথিত নিন্দিত এই মানুষটির সঙ্গে তর্কে জেতা একপ্রকার অসম্ভব ছিল সেকালে । ‘ দ্য রিভার ‘ ছবির শুটিং করতে কলকাতায় এসে বিখ্যাত জাঁ রেনোয়া মুগ্ধ হয়েছিলেন কমলকুমার মজুমদারের সান্নিধ্যে । তিনি বলে গেছেন , কমলকুমারের মতো ব্যক্তিত্ব বঙ্গভূমে সম্ভবত দ্বিতীয় কেউ নেই । এও বলে যান , কমলকুমারকে তিনি ভুলতে পারবেন না ।

আটপৌরেপনা পুরোদস্তুর বজায় রেখেও এক আশ্চর্য রূপকল্পময় মায়াবাস্তবের অবতারণা তাঁর লেখা ছোটগল্পগুলোকে আজও সজীব করে রেখেছে । বস্তুত কমলকুমার চেষ্টা করে গেছেন ‘ অভাষা ‘ দিয়ে ভাষার সাবালকত্ব আনার । আপাত দুর্বোধ্যতা ও কিঞ্চিৎ যতিহীনতার আড়ালে ভাষার এক ছন্দোময় লালিত্যের চর্চা তিনি করে গিয়েছেন আমৃত্যু।

” … কোথাও এখনও মায়া রহিয়া গেল ” , শুধু এটুকু দিয়ে কমলকুমারের দর্শন বোঝা যাবে না কিছুতেই । রবীন্দ্রোত্তর সাহিত্যের অঙ্গনে যেসব লেখকদের মাথায় তুলে বাঙালি নাচে , তাঁদের পাশ কাটিয়ে নীরবে একাকী গঙ্গাতীরে অপেক্ষমান থাকলেন কমলকুমার , আধুনিকতার ডিঙিনৌকো কবে আসবে , সে আশার অনিঃশেষ অন্তর্জলী যাত্রায় ।

স্থির ভাষাকে হাঁটাতে চাইলেন যিনি, ভাষা দিয়ে চিন্তা করার পথ খুলে দিয়ে গেলেন যিনি , বিমূর্তকে মূর্ত এবং মূর্তকে বিমূর্ত করার সাধনায় কেটে গেল যাঁর সারাটা জীবন , সেই অনন্য কমলকুমার মজুমদারের ঠিকঠাক মূল্যায়ন কি আজও করতে পেরেছি আমরা ? কোথায় গেলে পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর ?

আরও পড়ুন – বিরোধীদের প্রতিবাদ, দেশজুড়ে বিক্ষোভ সত্ত্বেও ওয়াকফ সংশোধনী বিলে সই রাষ্ট্রপতির

_

 

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version