Thursday, January 22, 2026

নেতা কে: উত্তর পেতে ভোটাভুটি সিপিআইএমে! রাজনীতির ‘বেবি’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

গণতন্ত্রের ধ্বজা ওড়িয়ে বেড়ালেও চিনের পদাঙ্ক অনুসরণ করা সিপিআইএম এবার কী সত্যিকারের গণতন্ত্রের পথে? দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে বাংলায় ভোটাভুটির পথ ছাড়া কোনও উপায় খোলা ছিল না। এবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটি (central committee) গঠন করতে গিয়েও ভোটাভুটি করতে হল দেশের নেতাদের। কার্যত বাম নেতাদের স্বৈরাচারী মনোভাব যে দলের ভিতরেও আর চলবে না তা-ই স্পষ্ট হয়ে গেল সিপিআইএমের (CPIM) ২৪ তম মাদুরাইয়ের পার্টি কংগ্রেসের (Party Congress) শেষে। অবশেষে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারা বামেদের ‘শিশু’ (baby) কটাক্ষ তৃণমূলের।

পার্টি কংগ্রেসের প্রথম দিন প্রেসিডিয়ামে জায়গা করে নিয়েছিলেন বাংলার বাম যুব সংগঠনের সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সেখানেই খানিকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বঙ্গ নেতৃত্ব মীনাক্ষির কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নেওয়ার বিষয়ে। রবিবার পার্টি কংগ্রেস শেষে মীনাক্ষির পাশাপাশি বাংলা থেকে কেন্দ্রীয় কমিটিতে (central committee) নতুন স্থান পান কণিনীকা ঘোষ। এছাড়াও একাধিক নতুন মুখ থাকলেও বাংলা থেকে সিপিআইএমের রাজনীতিতে বর্তমানে প্রথম সারির নেতাদের কেউ নেই। রয়েছেন দুই প্রথম সারির নেত্রী। সেখানেও বাংলার শাসকদল তৃণমূলের পথ অনুসরণ করে মহিলা মুখে প্রাধান্য দিতে বাধ্য হল বামেরা।

তবে যে সিপিআইএম (CPIM) বাংলায় ৩৪ বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই শূন্য নেমে গিয়েছে। এর থেকে বারবার প্রমাণিত বাংলার মানুষের মনই বুঝতে পারেনি সিপিআইএম। ফলে ২০২৫ সালে রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাতেই ভোটাভুটির পথে যেতে হয়েছে সিপিআইএম নেতৃত্বকে। সেই একই পথে এবার কেন্দ্রীয় কমিটিও। কমিটি গঠন করতে কে সদস্য হবেন, তা নিয়ে একজনের ক্ষেত্রে ভোটাভুটির পথে যেতে হয় সিপিআইএমকে। যদিও সাধারণ সম্পাদক পদে এম এ বেবির (M A Baby) নির্বাচন নিয়ে দ্বিমত হয়নি।

সেখানেও মহারাষ্ট্র লবিকে সমর্থন বাংলার সিপিআইএম নেতাদের। তবে এম এ বেবি সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে বর্তমান রাজ্য সিপিআইএমের প্রতীক বলে কটাক্ষ রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কারো নাম নিয়ে কটাক্ষ কটাক্ষ করছি না। সিপিআইএম (CPIM) এখন বেবি (baby) বলেই বেবি-কে (M A Baby) সাধারণ সম্পাদক করেছে। ওঁদের এখন সাবালক হতে সময় লাগবে।

spot_img

Related articles

‘শাহরুখের কাকু বলিনি’, AI-র ঘাড়ে দোষ চাপালেন হান্দে!

বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুললেন তুরস্কের অভিনেত্রী। শাহরুখ খানকে (Shahrukh Khan) 'কাকু' সম্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ার চর্চায়...

লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

আজ নয়, শনিবার লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই চুক্তি! ‘আনন্দে’ ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যুতে সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক...

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে,...