Tuesday, August 12, 2025

নেতা কে: উত্তর পেতে ভোটাভুটি সিপিআইএমে! রাজনীতির ‘বেবি’ কটাক্ষ তৃণমূলের

Date:

গণতন্ত্রের ধ্বজা ওড়িয়ে বেড়ালেও চিনের পদাঙ্ক অনুসরণ করা সিপিআইএম এবার কী সত্যিকারের গণতন্ত্রের পথে? দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে বাংলায় ভোটাভুটির পথ ছাড়া কোনও উপায় খোলা ছিল না। এবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটি (central committee) গঠন করতে গিয়েও ভোটাভুটি করতে হল দেশের নেতাদের। কার্যত বাম নেতাদের স্বৈরাচারী মনোভাব যে দলের ভিতরেও আর চলবে না তা-ই স্পষ্ট হয়ে গেল সিপিআইএমের (CPIM) ২৪ তম মাদুরাইয়ের পার্টি কংগ্রেসের (Party Congress) শেষে। অবশেষে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারা বামেদের ‘শিশু’ (baby) কটাক্ষ তৃণমূলের।

পার্টি কংগ্রেসের প্রথম দিন প্রেসিডিয়ামে জায়গা করে নিয়েছিলেন বাংলার বাম যুব সংগঠনের সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সেখানেই খানিকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বঙ্গ নেতৃত্ব মীনাক্ষির কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নেওয়ার বিষয়ে। রবিবার পার্টি কংগ্রেস শেষে মীনাক্ষির পাশাপাশি বাংলা থেকে কেন্দ্রীয় কমিটিতে (central committee) নতুন স্থান পান কণিনীকা ঘোষ। এছাড়াও একাধিক নতুন মুখ থাকলেও বাংলা থেকে সিপিআইএমের রাজনীতিতে বর্তমানে প্রথম সারির নেতাদের কেউ নেই। রয়েছেন দুই প্রথম সারির নেত্রী। সেখানেও বাংলার শাসকদল তৃণমূলের পথ অনুসরণ করে মহিলা মুখে প্রাধান্য দিতে বাধ্য হল বামেরা।

তবে যে সিপিআইএম (CPIM) বাংলায় ৩৪ বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই শূন্য নেমে গিয়েছে। এর থেকে বারবার প্রমাণিত বাংলার মানুষের মনই বুঝতে পারেনি সিপিআইএম। ফলে ২০২৫ সালে রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাতেই ভোটাভুটির পথে যেতে হয়েছে সিপিআইএম নেতৃত্বকে। সেই একই পথে এবার কেন্দ্রীয় কমিটিও। কমিটি গঠন করতে কে সদস্য হবেন, তা নিয়ে একজনের ক্ষেত্রে ভোটাভুটির পথে যেতে হয় সিপিআইএমকে। যদিও সাধারণ সম্পাদক পদে এম এ বেবির (M A Baby) নির্বাচন নিয়ে দ্বিমত হয়নি।

সেখানেও মহারাষ্ট্র লবিকে সমর্থন বাংলার সিপিআইএম নেতাদের। তবে এম এ বেবি সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে বর্তমান রাজ্য সিপিআইএমের প্রতীক বলে কটাক্ষ রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কারো নাম নিয়ে কটাক্ষ কটাক্ষ করছি না। সিপিআইএম (CPIM) এখন বেবি (baby) বলেই বেবি-কে (M A Baby) সাধারণ সম্পাদক করেছে। ওঁদের এখন সাবালক হতে সময় লাগবে।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version