ধর্ম যার যার, উৎসব সবার। ক’দিন আগে পবিত্র ঈদের উদযাপনে হিন্দুরা আমন্ত্রিত ছিল। রবিবার রামনবমীর শোভাযাত্রায় সামিল মুসলমানরা। রামনবমীর উদযাপনে হিন্দুদের পাশে মুসলিমরা। সম্প্রীতির বর্ণাঢ্য মিছিল শহর থেকে জেলায়।

উত্তর কলকাতায় ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় অবধি রামনবমীর মিছিলে এদিন ছিলেন মহম্মদ মজিদ, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় বক্সি, প্রিয়াল চৌধুরী, অয়ন চক্রবর্তী, সাধনা বসু, মৃত্যুঞ্জয় পাল, শক্তিপ্রতাপ সিং, শুভাশিস চক্রবর্তী, সৌম্য বক্সি, প্রিয়াঙ্ক পান্ডে, রোহিত দাস, সমীর ঘোষ, শানু মাকালসহ অনেকে, এবং হিন্দু, মুসলমান সমাজের ধর্মগুরুরা। আয়োজকরা বলেন, ধর্মীয় আচার যার যার নিজের। কিন্তু উৎসব সবার। এটা বাংলার মডেল।

অন্যদিকে রামনবমীর দিনে সম্প্রীতির ছবি ধরা পড়ল মালদহ শহরে। রামনবমীর মিছিল দু’পাশ থেকে সংখ্যালঘু মুসলমানরা ফুল ছুঁড়লেন। নিজে হাতে মিষ্টি খাইয়ে দিলেন মিছিলে আগত রামভক্তদের। একে অপরকে জড়িতে ধরে সম্প্রীতির বার্তা দেওয়া হল। “বিভাজন নয়, এক হয়েই থাকতে চাই।” এই বার্তাই দিলেন মনি রায়, মহম্মদ আসিফ হোসেনরা।

রামনবমী ঘিরে অশান্তির আশঙ্কা ছিল। তা রুখে দিতে সবরকমভাবে প্রস্তুতি ছিল পুলিশেরও। সারাদিন নির্বিঘ্নেই কেটেছে এই দিনটি। বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে শোভাযাত্রা, মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানে রামনবমী উদযাপিত হয়েছে রাজ্যজুড়ে।


আরও পড়ুন – নেতা কে: উত্তর পেতে ভোটাভুটি সিপিআইএমে! রাজনীতির ‘বেবি’ কটাক্ষ তৃণমূলের


_

_

_

_
_

_

_