Friday, August 22, 2025

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উড়িয়ে যাদবপুরে রামনবমী পুজো! ‘সাধারণ ছাত্র’-র আড়ালে ABVP

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও রামনবমীতে (Ramnavami) পুজোর আয়োজন এবিভিপি-র (ABVP)। ‘অপরাধ’ ঢাকতে সাধারণ ছাত্র ব্যানারে আয়োজন করা হল পুজোর। পুজোর আয়োজনে সেই বাম-অতিবাম ছাত্র সংগঠনকেই শিখণ্ডী খাঁড়া করল বিজেপির ছাত্র সংগঠনের নেতারা। তবে বিনা অনুমতিতে পুজোর আয়োজনে কর্তৃপক্ষ কোনও বাধা দেয়নি।

উপাচার্যের অনুপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে কোনও ধরনের অনুষ্ঠানেই অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছিল কর্তৃপক্ষের তরফে। এবিভিপি (ABVP) রামনবমী (Ramnavami) পালনের অনুমতি চাওয়ায় তাতেও সম্মতি দেওয়া হয়নি। তবে শনিবারই এবিভিপি (ABVP) সমর্থক পড়ুয়ারা জানিয়েছিলেন পুজো তাঁরা করবেনই। সেই ‘কথাই তাঁরা রাখলেন’ রবিবার রামনবমীতে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তিন নম্বর গেটের ভিতরে রাম মূর্তি বসিয়ে পুজোর আয়োজন করা হয় রবিবার সকালে। এবিভিপি সমর্থক পড়ুয়ারা সেখানে আয়োজনের প্রথম সারিতে থাকলেও নাম দেওয়া হয় সাধারণ ছাত্রদের। তাঁদের দাবি, নকশালদের বাদ দিয়ে সাধারণ সব ছাত্র তাঁদের পুজোয় যোগ দিয়েছে। কার্যত গোটা রাজ্য থেকে হারিয়ে যাও বাম-অতিবামদের অবস্থান তুলে ধরে নিজেরা প্রচারের আলোয় আসার চেষ্টা করে যাদবপুরের বিজেপি সমর্থক পড়ুয়ারা।

Related articles

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...
Exit mobile version