Saturday, August 23, 2025

শান্তিপূর্ণ রামনবমীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর, পোস্ট করলেন অভিষেকও 

Date:

রামনবমী (Ram Navami) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাম নবমীর উৎসবে সকলকে শুভেচ্ছা। সকলের কাছে আমার আবেদন শান্তি সমৃদ্ধি ও সকলের জন্য উন্নয়নকে মূল্য দিয়ে তার ধারাকে বজায় রাখুন, তুলে ধরুন। আমি প্রার্থনা করি, রামনবমীর উদযাপন সফল ও শান্তিপূর্ণ হোক।’

এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে সকলকে রামনবমীর শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এর আগে শনিবার অন্নপূর্ণা ও বাসন্তী পুজোর শুভেচ্ছাও জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

রবিবার রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে আড়াইশোর বেশি মিছিল রয়েছে। বিজেপি বা বিরোধীরা যাতে অশান্তি পাকাতে না পারে সেই জন্য খোলা রয়েছে নবান্ন, সতর্ক প্রশাসন। দশ জেলায় ২৯ জন আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। শহর কলকাতায় মোতায়েন রয়েছে চার হাজারের বেশি পুলিশ। এদিন সকালে বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দেন মন্ত্রী শশী পাঁজা। নিজে হাতেই পুজোর সব আয়োজন করেন তিনি। বীরভূমের সিউড়িতে রামনবমীর মিছিলে তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সাধারণ মানুষের সঙ্গে এই উৎসবে সেলিব্রেশনে মেতে উঠলেন মন্ত্রী গৌতম দেবও। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপনে তৃণমূলের কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

 

Related articles

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...
Exit mobile version