Sunday, August 24, 2025

শুধু মার্চেই দেশে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ! ‘বিকশিত ভারতে’ কর্মসংস্থানে উদ্বেগজনক রিপোর্ট

Date:

বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিকশিত ভারতের ভাঁওতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তাঁর এই ১১ বছরের শাসনে শুধু গালভরা প্রতিশ্রুতিই মিলেছে, তা রক্ষা হয়নি আজও। উল্টে দেশের বুকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বেকারত্ব। তীব্র হতাশায় কাজ খোঁজাই ছেড়ে দিয়েছে বেকার যুবসমাজ। কেন্দ্রের রিপোর্টেই এমন উদ্বেগ ধরা পড়েছে।

বিরোধীদের অভিযোগ ছিলই, সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ সিএমআইই রিপোর্টে ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ২০২৫-এর মার্চ মাসে দেশজুড়ে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ মানুষ। এক মাসে এই বিপুল পরিমাণ চাকরি হারানোর ঘটনায় উদ্বেগ দেশজুড়ে। দেশে রোজগারের সুযোগ কমেই চলেছে। বন্ধ হচ্ছে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। হতাশায় কাজ খোঁজাই ছেড়ে দিচ্ছে দেশের যুবসমাজ।

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। কিন্তু দেশের বুকে এক মাসে যে ৪২ লক্ষ চাকরি চলে গেল, তা নিয়ে কোন উচ্চবাচ্য নেই। হেলদোল নেই কেন্দ্রের মোদি সরকারের। দেশে ‘লেবার ফোর্স’ কমেই চলেছে। ফেব্রুয়ারি মাসে ৪৫ কোটি ৭৭ লক্ষ ‘লেবার ফোর্স’ ছিল দেশে। মার্চে তা কমে হয়েছে ৪৫ কোটি ৩৫ লক্ষ। অর্থাৎ একমাসে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ মানুষ। বেকারত্ব নিয়েও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে ৩ কোটি ৮৬ লক্ষ মানুষ কর্মহীন ছিলেন। মার্চ মাসে তা কমে হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ। এই তথ্য অনুযায়ী মনে হবে, একমাসে বেকারত্ব কমেছে ৩৬ লক্ষ। কিন্তু আদতে তা নয়। সমীক্ষক সংস্থাটিই স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরির আবেদন করাই ছেড়ে দিয়েছেন যুব সমাজের একটা বড় অংশ। দেশের কর্মহীনদের তালিকায় তাঁদের ধরা হয়নি। এই রিপোর্ট বলছে, ২০২৪ সালের তুলনায় সরকারি ও বেসরকারি সংস্থায় নিয়োগের হারও কমেছে দেশে। প্রায় দেড় শতাংশ কমেছে নিয়োগ। আইআইটিগুলিতে প্লেসমেন্টের হার কমেছে ১০ শতাংশ। সংসদের স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। গত পাঁচ বছরে ৭৫ হাজারের বেশি ক্ষুদ্র-ছোট ও মাঝারি শিল্প বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যসভায় এই তথ্য দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version