Wednesday, August 20, 2025

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন বুমরাহ, আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়ারা

Date:

ছাড়পত্র পাওয়ার খবরটা আগেই সামনে এসেছিল। এবার নিজে মুখেই সেই কথা জানালেন ভারতীয় দলের স্পীডস্টার যশপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(Royal Challengers Bengaluru) বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। তার আগেই মুম্বই শিবিরে হাজির যশপ্রীত বুমরাহ। তিনি বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামবেন কিনা তা নিয়ে অবশ্য এখনই কোনওরকম নিশ্চয়তা নেই। তবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়ে নিজেই ছাড়পত্র পাওয়ার কথা জানিয়েছেন যশপ্রীত বুমরাহ। তাঁর দলে যোগ দেওয়াটা যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়াবে তা বলাই যায়।

এবারের আইপিএলের(IPL) শুরু থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায়নি বুমরাহকে। পিঠের চোটের সমস্যার জন্য মাঠের বাইরে ছিলেন এই তারকা পেসার। এনসিএ-তে রিহ্যাব সারছিলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। কয়েকদিন আগে বোলিং শুরু করলেও তিনি এখনই মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা গুঞ্জন চলছিলই। মেডিক্যাল টিমের ছাড়পত্রের অপেক্ষাতেই ছিল সকলে। অবশেষে সেই ছাড়পত্র পেলেন যশপ্রীত বুমরাহ।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি টুইটার পোস্ট করা হয়েছে। সেখানেই শোনাযাচ্ছে যশপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়া সময় তাঁরই সতীর্থ ট্রেন্ট বোল্টকে(Trent Boult) নিজের ফিটনেস আপডেট দিচ্ছেন। তিনি যে ছাড়পত্র পেয়েছেন সেই কথাই জানিয়েছেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার। মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জার্সিতে তিনি যদি এবার মাঠে নামেন তবে হার্দিকদের খেলার গ্রাফ যে বদলে যেতেই পারে তা বলাই যায়।

এবারের বর্ডার গাভাসকর ট্রফির শেষের দিকেই পিঠে চোট পেয়েছিলেন যশপ্রীত বুমরাহ। এরপর থেকেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের এই সেরা পেসার। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। দীর্ঘদিন ধরেই এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছিলেন যশপ্রীত বুমরাহ। গত ৩০ মার্চ থেকে বোলিং শুরু করেছিলেন তিনি। কিন্তু মাঠে নামার মতো কতটা প্রস্তুত তিনি ছিলেন, তা নিয়ে বিসিসিআইয়ের(BCCI) মেডিক্যাল দলের রিপোর্টের ওপরই নির্ভর ছিল সকলে।

শোনাযাচ্ছিল তিনি দলে ফিরলেও দুটো প্রস্তুতি ম্যাচে নাকি দেখে হবে যশপ্রীত বুমরাহকে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছেন। যদিও আরসিবির বিরুদ্ধে খেলবেন কিনা সেটা তো সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স যে পরিস্থিতিতে রয়েছে, তাতে বুমরার প্রত্যাবর্তন তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version