Tuesday, August 12, 2025

২০২৭ সাল পর্যন্ত কি রোহিত শর্মা(Rohit Sharma) ভারতের সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক থাকতে পারবেন? এই নিয়ে এই মুহূর্তে নানান হিসাব নিকাশ চলছে। এমন পরিস্থিতিতেই ২০২৭ সালের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক বেছে নিলেন কপিল দেব(Kapil Dev)। আর সেই তালিকায় রোহিত শর্মাও নেই। আবার এইমুহূর্তে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও সেই তালিকায় নেই। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের পছন্দের ব্যক্তি কিন্তু হার্দিক পাণ্ডিয়া।

একসময় ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya) কাঁধে উঠলেও পরবর্তীতে সেই দায়িত্ব থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে। শুভম গিলকেই(Shubman Gill) এইমুহূর্তে ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার ডেপুটি করা হয়েছে। অন্যদিকে হার্দিককে টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে একসময় ভাবা হলেও, সেই জায়গায় সূর্যকুমার যাদবের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই(BCCI)। এই মুহূর্তে শুধু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেরই(Mumbai Indians) অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

কিন্তু কপিল দেবের(Kapil Dev) মতে একমাত্র হার্দিক পাণ্ডিয়ারই নাকি এই মুহূর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে। হার্দিকের তারুণ্যের কারণেই তাঁকে অধিনায়র হিসাবে দেখছেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

একই অনুষ্ঠানে কপিল দেব জানিয়েছেন, “আমার মতে হার্দিক পাণ্ডিয়াই হল ভারতের সাদা বলের অধিনায়ক। সেখানে অনেকেই রয়েছেন দাবীদার হিসাবে, তবে আমার মতে হার্দিকই(Hardik Pandya) ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য আদর্শ। হার্দিক পাণ্ডিয়া তরুণ ক্রিকেটার এবং আগামী আইসিসি(ICC) ইভেন্টগুলোর জন্য নিজের মতোদল গঠন করে নেওয়ার দক্ষতা রয়েছে হার্দিক পাণ্ডিয়ার”।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে সেখানে তাঁর ব্যাট থেকে রানের ঝড় অবশ্য দেখা যায়নি। এখনও পর্যন্ত এবারের আইপিএলেও চার ম্যাচে হার্দিকের তেমন বড় রান নেই। এতকিছুর মধ্যেই হার্দিক পাণ্ডিয়াই কপিল দেবের অন্যতম প্রধান পছন্দ।

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version