ইন্ডিয়ান আইডল ১৫ তে এবারের চ্যাম্পিয়ন হয়েছেন দমদম পাইকপাড়ার মেয়ে মানসী ঘোষ। দ্বিতীয় স্থানে খড়গপুরের শুভজিৎ চক্রবর্তী এবং তৃতীয় স্থান দখল করেছেন স্নেহা শঙ্কর।এইবারের ইন্ডিয়ান আইডলের সেরা ছ’জন প্রতিযোগীর মধ্যে তিনজনই বাংলার, যা নিঃসন্দেহে বাঙালিদের গর্বিত করেছে।

বাংলায় রীতিমতো উৎসবের আবহ।গুঞ্জন, মানসী ঘোষের হাত ধরে প্রথমবার ট্রফি এল বাংলায়।বাংলার মেয়ের হাতে উঠেছে এই মিউজিক রিয়েলিটি শো-র ট্রফি। আর এরই পাশাপাশি, দ্বিতীয় স্থানাধিকারীও বাংলা থেকে। ‘পানওয়ালা’ ফার্স্ট রানার আপ।শুভজিৎ লোকগীতিতে মাত করেছেন সবাইকে। বাংলা ও হিন্দি গানের সঙ্গে লোকগীতির অসাধারণ সংমিশ্রণ দেখা গিয়েছে তার গানে। ললিতের সুরে সিনেমায় গান করবেন মানসী।সোনির সঙ্গে তার একবছরের কন্ট্যাক্ট। লন্ডন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকায় শো করতে যাবেন তিনি।নিজের সুর দেওয়া বাংলা গানের অ্যালবাম বের হবে শীঘ্রই।জানা গিয়েছে, তার ভাই প্রাপ্ত বয়স্ক, কিন্তু কিছুদিন আগে আত্মহত্যা করেছে।এই পরিস্থিতিতে মানসীর সাফল্যে পরিবার খুশি। এই প্রথম বাংলা থেকে কোনও মহিলা চ্যাম্পিয়ন হলেন।ইন্ডিয়ান আইডলের ইতিহাসে প্রথম মহিলা চ্যাম্পিয়ন।

এর আগে সুপার সিঙ্গার সিজন ৩-এ অংশ নিয়েছিলেন মানসী। কলেজে পড়াকালীনই গানের এই রিয়েলিটি শো-তে অংশ নেন এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন মানসী। এবার ইন্ডিয়ান আইডল-১৫ তে স্বপ্নপূরণে স্বার্থক হয়েছেন মানসী।অন্য দিকে খড়গপুরের ছেলে শুভজিৎ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। বাবা গান করেন, বাবার কাছেই প্রাথমিকভাবে গান শেখেন শুভজিৎ। করোনা চলাকালীন পরিবার চালাতে একটা পানের দোকানও খুলেছিলেন তার বাবা। এমনকী, ইন্ডিয়ান আইডলেও সবাইকে পান খাইয়ে চমকে দিয়েছেন তিনি। শুভজিত নিজে যেমন মাটির মানুষ, তেমনই তার গানও। অনায়াসে যে কোনও মেঠো সুরকে মিলিয়ে দিতে পারেন, বলিউডি গানের সঙ্গে। ইতিমধ্যেই ‘মোস্ট ভার্সাটাইল’-এর খেতাব পেয়েছেন শ্রেয়া ঘোষালের থেকে।

আরও পড়ুন – সম্প্রীতির বাংলায় পরাজিত বিজেপির চক্রান্ত: শান্তিপূর্ণ রামনবমী পুলিশের নজরদারিতে


_


_

_

_

_
_

_

_