গরম থেকে সাময়িক রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ, সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। চৈত্রের শেষ লগ্নে উর্ধ্বমুখী তাপমাত্রার পারদে অস্বস্তি বাড়তে শুরু করেছে। এর মাঝে হঠাৎ করেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে চলেছে। সোমবার দিনভর ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গল – বুধে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অস্বস্তির মাঝেই রাজ্যের আকাশে ঘনীভূত হচ্ছে দুর্যোগের মেঘ।রবিবার বাংলাদেশ সংলগ্ন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে মূল বর্ষার ব্যাটিং শুরু হবে সোমবার থেকে। সোমবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। পশ্চিমের দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও।রবিবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন (IMD) জানিয়েছে, এপ্রিলে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে উত্তর ভারতের আবহাওয়া বদলাবে। একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। চলতি মাসে দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়েছে আইএমডি।

–

–


–


–

–

–

–
–

–
