লাশের উপর সিমপ্যাথির মার্কেটিং! মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া যোগ্য চাকরিহারাদের

সব রাজনৈতিক দল মরাকান্না কাঁদছে। আমার লাশের উপর দাঁড়িয়ে সিমপ্যাথির (sympathy) মার্কেটিং (marketting) করছে

রাজ্যের রাম বাম নেতাদের চক্রান্তে একের পর এক মামলা নিয়োগ প্রক্রিয়ায় বারবার সেই সত্য প্রমাণিত হয়েছে এসএসসিতে (SSC) চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারাও তা স্পষ্টতেই বুঝে গিয়েছেন রবিবার শহীদ মিনারে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর প্রথমবার জমায়েত করেন তারা আর সেখান থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা চাকরি হারানো শিক্ষকদের তারা জানান মুখ্যমন্ত্রর  ডাকা সভায় উপস্থিত থাকবেন তাঁরা।

রবিবার শহীদ মিনারে জমায়েত করেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাঁরা স্পষ্ট দাবি করেন, এই রায়ের পর সব রাজনৈতিক দল মরাকান্না কাঁদছে। আমার লাশের উপর দাঁড়িয়ে সিমপ্যাথির (sympathy) মার্কেটিং (marketting) করছে।

আদালতের রায় নিয়ে তাদের প্রশ্ন, বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলিকেও দেখেছি। দিলীপ ঘোষ আজই বলেছেন, রায় পুনর্বিবেচনা হওয়া উচিত। নেতা হওয়ার আগে মামলায় যুক্ত ছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলেছেন বাঁচানোর রাস্তা আছে। সিপিএম-ও (CPIM) বলেছে অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে বলেছে শাসকদলও। অন্যায় হয়েছে বলছেন যখন, তার মানে রায়ের বিরুদ্ধেই বলছেন। আদালতের বিরুদ্ধে নয়, রায়ের বিরুদ্ধে বলছি। কারণ যে বিষয় নিয়ে আলোচনাই হল না, তা নিয়ে রায় হয় কী করে?

সেই সঙ্গে সোমবারের নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমাধানের পথ খোঁজার বৈঠকে যোগ দেবেন বলে জানান তাঁরা। তাঁরা বলেন, রায়ের দিন রাজ্য সরকার বিবৃতি দিল। বলা হল, নেতাজি ইন্ডোরে যেতে। আমরা যাব, অবশ্যই যাব। রাজ্যের প্রধান, মুখ্যমন্ত্রী ডেকেছেন, যাব।