Monday, November 3, 2025

ডিএসপি-সহ ন’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ তামিলনাড়ুর আদালতের

Date:

পুলিশি হেফাজতে থাকাকালীন তিন অভিযুক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ।এই ঘটনায় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট ন’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২৬ বছর ধরে তামিলনাড়ুর তুতিকোরিন জেলা আদালতে মামলা চলছিল।শেষ পর্যন্ত সেই মামলার রায় ঘোষণা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে বলেছে আদালত।

ঘটনার সূত্রপাত ১৯৯৯ সালে। তামিলনাড়ুর তুতিকোরিনের থালামুথু নগর থানায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাস নামে তিন যুবকের। এই ঘটনায় মোট অভিযুক্ত ছিলেন ১১ জন। ৯ জনকে দোষী সাব্যস্ত হয়। প্রমাণের অভাবে দু’জন বেকসুর খালাস পেয়ে যায়। দোষীদের মধ্যে ডিএসপি ছারাও ইনস্পেক্টর পদমর্যাদার আরও এক জন রয়েছেন। বাকিরা পুলিশের চাকরি থেকে আগেই অবসর নিয়েছেন।

প্রসঙ্গত, বিনয়গড় মন্দিরে একটি উৎসবে যোগ দিতে যাওয়ার পথে বিস্ফোরক পদার্থ থাকার অভিযোগে ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাসকে গ্রেফতার করে পুলিশ। কয়েকদিন পর থানা থেকে তাদের পরিবারকে জানানো হয়, তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, থানায় যত পুলিশকর্মী ছিলেন, লক আপে ঢুকে সকলে মিলে ওই তিন জনকে মারধর করেন। এর জেরেই মৃত্যু হয় তাদের।

ইনস্পেক্টর-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। ওই থানার ইন্সপেক্টর ছিলেন রামকৃষ্ণণ। বর্তমানে থুথুকুডি জেলার ডিএসপি তিনি। তিন অভিযুক্তের মৃত্যুতে মোট ৯ জনের সরাসরি যোগের প্রমাণ পেয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রামকৃষ্ণণ ছাড়াও একজন ইন্সপেক্টর রয়েছেন। বাকিরা পুলিশের চাকরি থেকে আগেই অবসর নিয়েছেন।যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে বলেছে আদালত।

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version