আমন্ত্রণ রক্ষা রাজনীতিকদের দায়িত্ব, রামনবমীর মিছিলে যোগ দিয়ে বার্তা তৃণমূলের 

সম্প্রীতির নজির রামনবমীর শোভাযাত্রায়। শোভাযাত্রায় একসঙ্গে পা মেলালো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। হাওড়ার সালকিয়ার ছবিও প্রায় একইরকম। সেখানে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রায় অংশ নিলেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী।

রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল বিজেপির প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এটা রাজনৈতিক সৌজন্য। সামাজিক বা ধর্মীয় কর্মসূচিতে আমন্ত্রণ এলে তা রক্ষা করা তো একপ্রকার সৌজন্যতা। এতে আলাদা করে ভাবার কিছুই নেই। আগেও যারা যে মিছিলে বা যে সোভাযাত্রায় যেতেন তাঁরা সেখানেই গেছেন।

রামনবমী উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা এবং তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় একসঙ্গে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। এ ছাড়া, বিজেপি ও তৃণমূল কর্মীরা একসঙ্গে হাঁটলেন এদিনের মিছিলে।

অন্যদিকে রামনবমীর শোভাযাত্রায় রায়গঞ্জে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের পা ছুঁয়ে বিজেপি সাংসদ কার্তিক পাল প্রণাম করলেন এবং তাকে উত্তরীয় পরিয়ে দিলেন। রাজনৈতিক বিভাজন ছাপিয়ে রামনবমীর মিছিলে দেখা গেল সৌজন্যের চিত্র।

এদিকে, হুগলি জেলার প্রাচীন রাম সীতার পুজোতে, যেখানে ৭৮ বছর ধরে ধর্মীয় উৎসব পালন হয়ে আসছে, সেখানে সকল রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে উপস্থিত হন। তৃণমূল, বাম ও বিজেপির নেতারা সেখানে উপস্থিত হয়ে প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে সমবেত হয়ে রাম সীতা আরাধনা করেন।

আরও পড়ুন – লাশের উপর সিমপ্যাথির মার্কেটিং! মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া যোগ্য চাকরিহারাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_