মাত্র কয়েকমাসের প্রেম। বাড়িতে কেউ মেনে নেননি। তাই একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক-প্রেমিকা। ভিডিও কল করে আত্মহত্যা যুগলের। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা এলাকার।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুগলের নাম ফুলটুস মন্ডল (২০) ও রাখি মন্ডল (১৮)। পেশায় দিনমজুর ফুলটুস-এর বাড়ি বামনগোলার খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী রাখি মন্ডলের বাড়ি রাখালপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর সময় তাদের আলাপ হয়। এরপর থেকেই শুরু হয় প্রেম। মৃত ফুলটুস মন্ডলের মা উজ্জ্বলা মন্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি। আর এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে। গত শনিবার গাজোলের আলমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন দু-জনেরই মৃত্যু হয়। মৃত রাখি মন্ডলের বাবা গোকুল মন্ডলের দাবি, যুবক তাদের মেয়েকে অত্যাচার করত। যুবকটি তাদের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- ব্যর্থ রাম-বাম চক্রান্ত: শহরে বিজেপির অশান্তি, ইন্ডোরে বামেদের অরাজকতায় পড়ল দাঁড়ি
_
_
_
_
_
_
_
_
_
