Saturday, January 10, 2026

আইএসএল ট্রফি চান ম্যাকলরেন, আবেগতাড়িত দিমিত্রি

Date:

Share post:

সবুজ-মেরুণ জার্সিতে একটা ট্রফি জেতা হয়ে গিয়েছে। শিল্ড জয়ের আনন্দ অবশ্যই রয়েছে। কিন্তু এতটুকুতেই থেমে যেতে চাননা জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। মোহনবাগানের(MBSG) জার্সিতে এবার আইএসএলের(ISL) ট্রফিটাও জিততে চান তিনি। তবেই নাকি তাঁর কাজ শেষ হবে বলে মনে করছেন সবুজ-মেরুণ শিবিরের এই তারকা ফুটবলার। সোমবারই ঘরের মাঠে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। খানিকটা পিছিয়ে থেকেই মাঠে নামছে মোহনবাগান। কিন্তু তার আগে বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা গেল জেমি ম্যাকলরেনের গলায়।

সেমিফাইনালের(Semifinal) প্রথম লেগের ম্যাচে জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হেরেছিল মোহনবাগান। সোমবার অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হবে তাদের। ম্যাচের আগে একটি অনুষ্ঠানে যোগহ অংশগ্রহন করেছিলেন ম্যাকলরেন ও দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos)। সেখানেই জেমির মুখে আইএসএল ট্রফি জেতার কথা উঠে এল। সেইসঙ্গে তাদের দলগতভাবে পারফরম্যান্সেই যে সাফল্য এসেছে সেই কথাও বলতে দ্বিধা নেই মোহনবাগানের অজি তারকার। একইসঙ্গে তাঁর মুখে শোনা গেল কামিন্সের খেলার কথাও। ব্যক্তিগত নয় দলগত ভাবে দলকে সাহায্য করার লক্ষ্য নিয়েই মোহনবাগানে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

জেমি ম্যাকলরেন জানিয়েছেন, “এই মরসুমে ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছি আমরা। ইতিমধ্যেই শিল্ড জিতে গিয়েছে। তবে এখানেই থেমে থাকলে হবে না। আরও একটা ট্রফি জেতা বাকি রয়েছে। আইএসএলের ট্রফিটা জিততে হবে। আমাদের দলের প্রত্যেকে ভাল পারফরম্যান্স করছে। আমি ব্যক্তিগত স্বার্থের কথা ভেবে এখানে আসিনি। আমরা দলগত ভাবেই সাফল্য পেয়েছি”।

জেমি(Jamie Maclaren) তো এবার এসেছেন। কিন্তু তাঁর এক মরসুম আগেই মোহনবাগানে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। মোহন জনতার কাছে তিনি তো আবার দিমি গড। জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে খানিকটা আবেগতাড়িত দিমিত্রি পেত্রাতোস। বিশেষ করে জেমির সঙ্গে প্রথমবার কোনও ট্রফি জিততে পারাটাই অন্যরকম একটা অনুভূতি।

দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos) বলেন, “জেমির সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। কিন্তু এই প্রথমবার আমরা একসঙ্গে কোনও ট্রফি জিতেছি। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। এর আগেও অবশ্য জেমির সঙ্গে আমার অনেক ভাল মুহূর্ত রয়েছে”। এর পাশাপাশি সমর্থকদের নিয়েও গর্বিত দিমিত্রি।

প্রথম লেগে জামশেদপুরের(Jamshedpur fc) কাছে হেরেছিল মোহনবাগান(MBSG)। সেই ম্যাচে সবুজ-মেরুণ সমর্থক আহত হয়েছিল। এদিন সেসব নিয়ে কিছু না বললেও, “সমর্থকদের নিয়ে উচ্ছ্বসিত দিমিত্রি পেত্রাতোস। তিনি বলেন, এখানে আসার পর সমর্থকদের থেকে অনেককিছু পেয়েছি। আমরা যেন একটা পরিবার হয়ে গিয়েছি”।

spot_img

Related articles

চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়া, চিনকে গ্রিনল্যান্ড দখল করার সুযোগ দেওয়া যাবে না। আর সেই কারণে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড...

IND vs NZ ODI: দলে ফিরছেন শ্রেয়স, পরীক্ষা গিলের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল(India Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ দিয়েই ২০২৬ সালের অভিযান...

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে...

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে...