Friday, December 19, 2025

যোগ্যরা স্কুলে যান: কাউকে টার্মিনেট করেনি রাজ্য, বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য সরকারের ২৫ হাজার ৭৫২ শিক্ষকের চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের রায়ে (Supreme Court) অন্ধকারে রাজ্যের কয়েক হাজার পরিবার। কিন্তু বরাবর যোগ্য ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের প্রশাসন। মানবিক ও আইনি দিক বিবেচনা করে সব লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসসি-র (SSC) রায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের নিজেদের স্কুলে গিয়ে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন রাজ্যের সরকার এখনও কাউকে টার্মিনেট (terminate) করেনি। সেই সঙ্গে কারো সার্ভিস ব্রেক (service break) না হওয়ারও বার্তা দেন।

যোগ্য চাকরিহারাদের আশ্বাসের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিকল্পনা স্পষ্ট করে দেন। তিনি বলেন, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা রাখতে পারে। ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই আমাদের প্ল্যান – এ, বি, সি, ডি, ই রেডি।

এরপরই তিনি স্মরণ করিয়ে দেন, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট (terminate) করেনি এখনও পর্যন্ত। কোনও নোটিশ (notice) পেয়েছেন? আপনার বিরুদ্ধে কেউ যদি দুর্নীতি প্রমাণ করতে না পারে তাহলে আপনাকে কেউ যেতে বারণ করবে না।

শিক্ষক সমাজের প্রতি আস্থা রেখেছে রাজ্যের প্রশাসন, তা স্পষ্ট করে দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief MInister) বার্তা দেন, আপনি আপনার কাজ করুন। আপনার কাজে কেউ বারণ করেনি। আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না? আপনারা স্কুলগুলিতে ক্লাস করবেন না? ভলান্টারিলি সার্ভিস সবাই দিতে পারে।

ইতিমধ্য়েই রাজ্য সরকার এই মামলায় আইনি পরামর্শ নিয়েছে। সেই পরামর্শ অনুসারেই মুখ্যমন্ত্রী (Chief Minister) নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে এদিন জানান, আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা দুমাসের মধ্যে প্রসেসিংয়ের মধ্য দিয়েই নিশ্চিত হবে। আপনাদের চাকরি ব্রেক (service break) হবে না। আপনার অভিজ্ঞতা ও অতিরিক্ত ছাড় আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...