Saturday, November 1, 2025

পার্পল ক্যাপের দৌড়ে সিরাজ, আইপিএলের মঞ্চে থেকেই জবাব!

Date:

Share post:

আইপিএল শুরু হওয়ার আগে পর্যন্ত তাঁকে নিয়ে নানান কথাবার্তা চলেছিল। ভারতীয় দলের কোচ থেকে অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ সিরাজকে(Mohammed Siraj) বাদ দেওয়া নিয়ে নানান মন্তব্য শোনা গিয়েছিল। তখন মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন মহম্মদ সিরাজ। অপেক্ষায় ছিলেন একটা সুযোগ পাওয়ার। এই আইপিএলের মঞ্চ থেকেই বোধহয় জবাবটা দিতে শুরু করেছেন সিরাজ। এবারের আইপিএলে গুজরাত টাইটান্স(Gujarat Titans) শিবিরে রয়েছেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। সেখানেই নিজের পারফরম্যান্স দিয়ে একের পর এক জবাব দিচ্ছেন সিরাজ। এটাই যেন তাঁর ঘুরে দাঁড়ানোর মঞ্চ।

এবারের আইপিএলের(IPL) মেগা নিলামে প্রথম ধাক্কাটা খেয়েছিলেন তিনি। যখন তাঁরে রিটেন না করার সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। তখন নিজের মনের কথা কোনও কোনও জায়গায় জানিয়েছিলেন। মনটা যে খারাপ হয়েছিল সেটাও বোঝা গিয়েছিল। কিন্তু এরপর সবচেয়ে বড় ধাক্কাটা তাঁর কাছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে সুযোগ না পাওয়া এবং তাঁকে না নেওয়ার পিছনে রোহিত শর্মার(Rohit Sharma) যুক্তি। আইপিএলের মঞ্চে রোহিত শর্মার উইকেট নিয়েই প্রথমবার সেই জবাবটা দিয়েছিলেন বিরাট কোহলির(Virat Kohli) “মিঞাঁ”। এরপর একে একে যে দলের বিরুদ্ধেই নেমেছেন, সেখানেই বিধ্বংসী ফর্মে দেখা দিয়েছে মহম্মদ সিরাজ।

এই মুহূর্তে গুজরাত টাইটান্সের(Gujarat Titans) হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যেই পার্পল ক্যাপের দৌড়ে ঢুকে পড়েছেন মহম্মদ সিরাজ। চার ম্যাচে সিরাজ(Mohammed Siraj) তুলে নিয়েছেন ৯টি উইকেট। তাঁর সামনে ১০ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছেন নূর আহমেদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেদিন প্রথম ম্যাচে নেমেছিল গুজরাত টাইটান্স। শুরু থেকেই ভয়ঙ্কর ফর্মে ছিলেন সিরাজ। পুরনো বলে সিরাজ ভাল পারফরম্যান্স করতে পারেননা, সেই যুক্তি দিয়েই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার কথা বলেছিলেন রোহিত শর্মা।

সেই রোহিতই নতুন বলে সিরাজের(Mohammed Siraj) সুইংয়ের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিলেন। এছাড়া শুধু তাই নয় গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও মহম্মদ সিরাজই ছিলেন গুজরাত টাইটান্সের জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড়। সেই ম্যাচে ১৭ রানে যেমন চার উইকেট তুলে নিয়েছিলেন। তেমনই ট্রেভিস হেড(Travis Head), অভিষেক শর্মাদের(Abhishek Sharma) শুরুতেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন।

এই আইপিএলের মঞ্চে যেন নিজেকে নতুনভাবে সকলকে চেনাচ্ছেন মহম্মদ সিরাজ। কেউ কেউ তো তাঁর এই উথ্থানকে নবজাগরণ হিসাবেও বলতে শুরু করেছেন। বিশেষজ্ঞ থেকে প্রাক্তনদের মুখে মহম্মদ সিরাজেরই(Mohammed Siraj) প্রশংসা। সামনে অবশ্য এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। সেখানেও সিরাজ এই পারফরম্যান্সের ধারা অব্যহত রাখতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...