Sunday, November 9, 2025

নাবালিকা গণধর্ষণের অভিযোগ! দোষীদের যাবজ্জীবন জেল – জরিমানার সাজা ঘোষণা আদালতের

Date:

নাবালিকা গণধর্ষণের অভিযোগে সোমবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বারাসত জেলা পকসো আদালত। গত শনিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন পকসো আদালতের বিচারক। সোমবার তাঁদের সাজা ঘোষণা করা হল। দোষীরা হল বুদো ওরফে শাহজাহান আলি, সুরজ ওরফে রকিবউদ্দিন মণ্ডল এবং বাবু ওরফে জামিরুল মণ্ডল।

জানা গিয়েছে, ২০২২ সালের ১৮ জুলাই নিউ টাউনের ইকো পার্ক এলাকায় ওই নাবালিকা তাঁর নাবালক বন্ধুর সাইকেল চড়ে ঘুরতে যায়। সেই সময় অভিযুক্তরা পুলিশ পরিচয় দিয়ে জোর করে তাঁদের পাশের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে নাবালককে মারধর এবং নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়। ঘটনার পর ওই দুজন কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে এক ব্যক্তির ফোন থেকে বাড়িতে গোটা ঘটনা জানায়। এরপরই পরিবারের তরফে ইকো পার্ক থানায় ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে ওইদিন মধ্যরাতেই গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। গত শনিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার দোষীদের আদালতে তোলার সময় পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বিক্ষোভ দেখান ও ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করে। তিনজনকেই এদিন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন বারাসত জেলা পকসো আদালতের বিচারক।

আরও পড়ুন- জনগণের পকেট নিংড়ে নিচ্ছে বিজেপি সরকার: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে তোপ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version