Monday, November 10, 2025

দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এবার মোহনবগান(MBSG)। শেষ ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তে আপুইয়ার গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এখন ট্রফি জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান। সেই মঞ্চ থেকেই দলের সাফল্যের রহস্য ভেদ করলেন ম্যাচের নায়ক আুপুইয়া রালতে(Apuia Ralte)। কাদের জন্য মোহনবাগানের(MBSG) এমন সাফল্য। দলের ডিফেন্ডারদেরই সমস্ত কৃতিত্ব দিচ্ছেন আপুইয়া।

মোহনবাগানের রক্ষণকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন আপুইয়া(Apuia Ralte)। তাদের জন্যই যে বিনা চিন্তায় আক্রমণে উঠতে পারেন সবুজ-মেরুণ তারকারা, তা বলতে কোনও দ্বিধা নেই। এছাড়া আরও একটা কারণের কথা বলেছেন আপুইয়া। মোহনবাগান শিবিরের সবচেয়ে বেশি ফুটবলার ভারতীয় দলে রয়েছেন। আর সেটাই নাকি মাঠে তাদের অত্যন্ত সাহায্য করে।

ম্যাচ শেষে আপুইয়া জানান, “আমাদের দলের বেশিরভাগ দেশীয় ফুটবলাররাই ভারতীয় দলের হয়ে খেলেন। এছাড়া যে বিদেশিরা রয়েছেন তারাও এই মুহূর্তে এই লিগের সেরা বিদেশি। এটা অবশ্যই একটা কারণ। তবে সবচেয়ে বেশি সাহায্য পাই আমরা রক্ষণ থেকে। আমাদের রক্ষণের ফুটবলাররাই আমাদের অন্যতম প্রধান ভরসা এবারের লিগে”।

ফাইনালে মোহনবাগানেরক প্রতিপক্ষ সুনীল ছেত্রীর(Sunil Chetri) বেঙ্গালুরু এফসি(Bengaluru Fc)। তারাও দুরন্ত ফর্মে রয়েছে। কিন্তু ধারেভারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে মোহনবাগানই। তবে কি ফাইনালে মোহনবাগানই ফেভারিট হয়ে নামবে। হোসে মোলিনা কিন্তু এখন থেকেই তা নিয়ে বার্তা দিয়ে রেখেছেন। নিজের দলের খেলায় অবশ্যই তিনি সন্তুষ্ট। কিন্তু ফাইনালে ফেভারিট বলে কিছুই হয়না। সাফ বার্তা মোলিনা(Jose Molina)।

মোহনবাগান কোচ জানান, “এমন একটা প্রতিযোগিতার ফাইনালে ফেভারিট বলে কিছু হয় না। হ্যাণ আমরা অবশ্যই ভাল পারফরম্যান্স করছি। কিন্তু ফাইনালে যারা প্রতিপক্ষ তারাও কিন্তু ভাল খেলছে”।

জামশেদপুর এফসির বিরুদ্ধেও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে মোহনবাগান। ফাইনালের এই সমস্যা কী ভাবাচ্ছে মোহন কোচকে। মোলিনা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তাঁর মতে সুযোগ তৈরি করতে পারছেন তারা। সেটাই তো প্রধান বিষয়। এবারের আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছে মোহনবাগান। এটাকে ইতিবাচক দিক হিসাবেই দেখছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। আগামী ১২ এপ্রিল ফাইনাল। সেখানে মোলিনার মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই দেখার।

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version