কালিম্পংয়ের কাছে পর্যটক বোঝাই গাড়ির উপর গাছ! প্রাণে বাঁচল পড়ুয়ারা

শিলিগুড়ি ফেরার পথে কালিম্পংয়ের (Kalimpong) চিত্রের কাছে তাদের গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। সামনের সিটে বসা যাত্রী ও চালক কোনও মতে প্রাণে বাঁচেন

পেলিং থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার মুখে কলকাতার কলেজ পড়ুয়া বোঝাই গাড়ি। গাড়ির উপর পাহাড়ের খাদের ঢাল থেকে একটি বড় গাছ ভেঙে পড়ে। কোনওক্রমে খাদে পড়া থেকে বাঁচে গাড়িটি। আহত হয় চার যাত্রী। গাড়ির চালক গুরুতর আহত হন। পরে পুলিশের উদ্যোগে ফের কলকাতার পথে রওনা দেন যাত্রীরা।

কলকাতার নেতাজিনগর মহাবিদ্যালয়ের পড়ুয়ারা পেলিং (Peling) এক্সকার্শনে গিয়েছিল। মঙ্গলবার ১০ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি ফেরার পথে কালিম্পংয়ের (Kalimpong) চিত্রের কাছে তাদের গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। সামনের সিটে বসা যাত্রী ও চালক কোনও মতে প্রাণে বাঁচেন। চার কলেজ ছাত্রী ও এক ছাত্র আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পরে ফেরার ব্যবস্থা করা হয়।