Sunday, November 23, 2025

সুপার কাপের সূচী প্রকাশ, দল নিয়ে ধন্দে মহমেডান কোচ মেহরাজউদ্দিন

Date:

Share post:

গত সোমবারই সুপার কাপের সূচী প্রকাশ করেছে এআইএফএফ(AIFF)। আগামী ২০ এপ্রিল থেকে থেকে শুরু হচ্ছে এবারের সুপার কাপ(Super Cup)। সেখানেই কলকাতার দুই প্রধানের পাশাপাশি খেলবে মহমেডানও। আইএসএলের ১৩টি ক্লাবই রয়েছে সেখানে। সূচী তো প্রকাশ হল। কিন্তু মহমেডান(Mohammedan Sc) খেলবে কাদের নিয়ে। দল নামানো নিয়ে খোদ ধোঁয়াশায় মহমেডান কোচ মেহরাজউদ্দিনও(Mehrajuddin)। সুপার কাপ খেলার জন্য কাদের তিনি পাবেন নিজেই এখনও পর্যন্ত জানেননা। আর এটাই যে তাঁকে বেশ চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ২৪ এপ্রিল সুপার কাপের সুপার সিক্সটিনে নর্থইস্ট ইউনাইটেডের(Northeast Utd) বিরুদ্ধে নামার কথা মহম্ডানের। কিন্তু সেখানে খেলবেন কারা। এখনও পর্যন্ত সেটাই বুঝে উঠতে পারছেন না কোচ মেহরাজউদ্দিন(Mehrajuddin)। প্রস্তুতি শুরু করা তো দূরের কথা। ক্লাবে ডামাডোল পরিস্থিতি। বিনিয়োগকারী সংস্থা হাত ছেড়েছে। যদিও পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই ক্লাব কর্তারা মাঠে নেমে পড়েছেন। কিন্তু মাঠে তো খেলবেব ফুটবলাররা। যেখানে অন্যান্য দলের হয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন বিদেশিরা।

সেখানেই মহমেডানের(Mohammedan Sc) সেরা বিদেশিরা চলে গিয়েছেন। শোনাযাচ্ছে অ্যালেক্সিজ এবং কাসিমভ নাকি চলে গেছেন। তাদের ফেরার সম্ভাবনাও নাকি নেই। এমন পরিস্থিতি নিয়ে কোচ মেহরাজউদ্দিন বলছিলেন, “এই মুহূর্তে কী অবস্থা আমি কিছুই বুঝতে পারছি না। কাসিমভ, অ্যালেক্সিসরা চলে গেছেন। কী হবে সেটাও বুঝতে পারছি না। এমনকি কবে থেকে প্রস্তুতিতে নামতে পারব তাও এখনও পর্যন্ত জানি না”।

যদিও শোনাযাচ্ছে মঙ্গলবার সন্ধের দিকেই নাকি মহমেডান ক্লাব তাঁবুতে একটা বৈঠক হতে চলেছে। সেখানে নাকি ক্লাব কর্তাদের সঙ্গে কোচ সহ অন্যান্য ফুটবলারদেরও থাকার কথা রয়েছে। যদিও মহমেডানের কর্তারা কিন্তু দল নামানো নিয়ে যথেষ্ট আশাবাদী।

মহমেডানের এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিদেশি যদি নাই থাকে, আমাদের দেশীয় ছেলেরা খেলবে”।

হাতে সময় আর খুব একটা বেশি নেই। দু সপ্তাহের থেকে কয়েকটা দিন বেশি রয়েছে। সুপার কাপে প্রথম ম্যাচেই মহমেডানকে খেলতে হবে কঠিন প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। তার আগে মহমেডানের পরিস্থিতি কবে ঠিক হয় সেটাই দেখার।

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...